হাওর বার্তা ডেস্কঃ সময় যত এগোচ্ছে নেইমারের দলবদল ততোই নিত্য-নতুন দিকে মোড় নিচ্ছে। সর্বশেষ সংবাদ হলো, বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে নেইমারকে বার্সেলোনা থেকে নেয়ার জন্য আরেকটি প্রস্তাব দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ব্রাজিলিয়ান তারকার শূন্যস্থান পূরণ করার জন্য লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়াকেও বার্সেলোনায় পাঠাতেও রাজি পিএসজি।
দিয়ারিও এএস শুক্রবার রাতে জানায়, নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে কিনতে গিয়ে কর সংক্রান্ত যেই ঝামেলায় পড়তে পারে পিএসজি সেটি এড়ানোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডি মারিয়াকে দিতে চায় পিএসজি।
বার্সেলোনা বরাবরই নেইমারকে ধরে রাখার জন্য আকুলতা প্রকাশ করে আসছে। এই ব্রাজিলিয়ান তারকা ন্যু-ক্যাম্প ছেড়ে গেলে দলটিতে একটা শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা পূরণের জন্যও মরিয়া কাতালান ক্লাবটি। তাই বার্সাকে ‘কনভিন্স’ করার লক্ষ্যে নেইমারের জন্য ডি মারিয়াকে দেয়ার প্রস্তাব দিয়েছে পিএসজি। অবশ্য ডি মারিয়ার জন্য ট্রান্সফার ফি বহন করতে হবে বার্সাকেই।
বার্সেলোনা অবশ্য রিলিজ ক্লজের মূল্য ছাড়া নেইমারকে ছাড়বে না বলে আগাম ঘোষণা দিয়েই রেখেছে। তবে নেইমার দিন দিন কাতালান ক্লাবটির জন্য মাথা ব্যথার কারণ হয়েই দাঁড়িয়েছে। সর্বশেষস অনশীলনে সতীর্থ সেমেদোর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে নেইমার ইস্যুতে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ পরিষ্কার জবাব চাইছে বার্সেলোনা।
নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ বার্সেলোনাও সেটি জানে। বিশেষ করে প্রাক-মৌসুম প্রস্তুতিতে দুই ম্যাচে তিন গোল করে নিজের মূল্য বোঝান এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে নেইমার যদি পিএসজিতে যাওয়া না যাওয়ার ব্যাপারে স্পষ্ট কিছু না বলে তবে সেটি বার্সার জন্যই ক্ষতিকর। কেননা, আগামী ৩১ আগস্ট দলবদলের বাজার শেষ হওয়ার আগেই তো নেইমারের রিপ্লেসমেন্ট ঠিক করতে হবে আর্নেস্টো ভালভার্দের দলকে।