আগামী বছর তিন ঘণ্টায় সব পানি নেমে যাবে

হাওর বার্তা ডেস্কঃ  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “আগামী বছর থেকে তিন ঘণ্টার মধ্যেই সব পানি নেমে যাবে।”
‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় এ কথা বলেন তিনি।  সরকারমন্ত্রী বলেন, “জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প নেয়া হয়েছে। এর আগে কখনো এত পরিমাণ বৃষ্টি হয়নি বলে ঢাকার পানি নিরসনের জন্য দীর্ঘ কোনো পরিকল্পনা নেয়া হয়নি। এখন পরিস্থিতি বিবেচনায় এই উদ্যোগ নেয়া হচ্ছে।”

২৯ ও ৩০ জুলাই আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৭টি দেশ এতে অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সম্মেলন উদ্বোধন করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর