হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ধরে রাখার জন্য বার্সেলোনা কেন মরিয়া সেটির প্রমাণ রাখলেন তিনি।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে নেইমারের গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে কাতালানরা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে হোসে মরিনহোর দলের বিপক্ষে বার্সেলোনার জয়টি ১-০ ব্যবধানের।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। এর আগে প্রথম ম্যাচে জুভেন্টাসকে ৩-২ গোলে পরাজিত করেছিল আর্নেস্টো ভালভার্দের দল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার।
মেরিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লিওনেল মেসি ও নেইমার নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরকে ব্যস্ত করে তোলেন। এসময় পেনাল্টি বক্সের ভেতরে মেসির বাড়ানো বল বিপদমুক্ত করতে পারেননি ইউনাইটেড তারকা আন্তনিও ভ্যালেন্সিয়া। এই সুযোগে বল দখলে নিয়ে দারুণ কারিকুরি দেখিয়ে লক্ষ্যভেদ করেন নেইমার।
বিরতির পর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল বার্সেলোনা। অন্যদিকে সমতায় ফেরার জন্য আক্রমণ চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কোনো দলই তাতে সফল হয়নি। ফলে ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
আমেরিকা সফরের শেষ প্রীতি ম্যাচে আগামী ২৯ জুলাই (বাংলাদেশ সময় ৩০ তারিখ ভোর) স্প্যানিশ প্রতিপক্ষ তথা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর স্পেন ফিরে এসেছে স্প্যানিশ সুপার কাপ ও নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে ভালভার্দের দল।