হাওর বার্তা ডেস্কঃ ফুটবল বিশ্বে আবারও রেকর্ড ট্রান্সফারে নাম লিখিয়ে ফেলল রিয়েল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়ালে থেকে যাওয়ার খবর নিশ্চিত হওয়ার দিনই এই খবরে গরম হয়ে উঠল ফুটবল বিশ্ব।
১৮ বছরের ফরাসী বিস্ময় বালককে দলে নিতে এতটাই মরিয়া রিয়েল মাদ্রিদ যে, ১৭৫ কোটি ইউরো চুক্তিতেই যেতে রাজি। গত বছর পপল পগবাকে ১০৫ মিলিয়ান ইউরোপে দলে নেয় ম্যানইউ। এতদিন এটাই ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি দলবদল। তবে এমবাপের আকাশছোয়াঁ দরে বিস্মিত সারা দুনিয়া। বিশ্বসেরা ফুটবলারদের ছপিয়ে তিনিই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
মোনাকোর কেলিয়ানএমবাপের জন্য ঝাঁপিয়েছিল অনেকেই। সেই তালিকায় ছিল বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনালের মত বড় দল। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। ২০১৫-১৬ মৌসুম থেকেই তাকে নিয়ে জল্পনার শুরু। মোনাকোর হয়ে ২০১৬-১৭ মরসুমে ৪৪ ম্যাচে ২৬টি গোল করেছেন এই বিস্ময় বালক।
রিয়েল মাদ্রিদ গত জানুয়ারিতেও ট্রান্সফার উইন্ডো খোলার সময় কেলিয়ানকে দলে নেওয়ার একটা চেষ্টা চালিয়ে ছিল। কিন্তু সেই সময় পারেনি রিয়েল। এই মৌসুমে হামেস রডরিগেজ ও আলভারো মোরাতার মতো দু’জন বিশ্বমানের স্ট্রাইকারকে ছেড়ে দিচ্ছে। সেই জায়গায় দলের প্রয়োজনে একজন ভাল মানের স্ট্রাইকার দরকার ছিল তাদের। তাক করেই বসেছিল রিয়েল কর্তারা। সেই মতই সুযোগ বুঝে কেলিয়ানকে তুলে নিল সিআর সেভেনের দল।