ব্লগার নিলয় হত্যার ঘটনা তদন্তে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সদস্যরা রবিবার ঢাকায় আসবেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তে সহায়তার জন্য তারা বাংলাদেশে আসছেন। এ বিষয়ে রবিবারই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বৈঠক করবেন।
এর আগে, শনিবার সকালে নিলয় হত্যার তদন্তে সহায়তার জন্য ডিবির সঙ্গে যোগাযোগ করে এফবিআই।
ডিবি সূত্র জানায়, ব্লগার নিলয় হত্যার পর শনিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে ডিবির এক উপ-কমিশনারের (ডিসি) সঙ্গে যোগাযোগ করে এফবিআই। এ সময় এফবিআই এ হত্যার তদন্তে সহয়তা করার ইচ্ছা প্রকাশ করেন। পরে এফবিআইকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়। রবিবার সকালে তারা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বৈঠক করবেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করবেন।
এ বিষয়ে ডিবির ডিসি মাহবুব আলম সাংবাদিগকদের বলেন, এফবিআই সদস্যরা নিলয় হত্যার ঘটনার তদন্তের সহায়তা করার জন্য রবিবার সকালে ডিবি অফিসে আসবেন। তারা প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি অন্যান্য কারিগরি বিষয়ে সহায়তা করবে।
সংবাদ শিরোনাম
ব্লগার নিলয় হত্যা তদন্তে রবিবার ঢাকায় আসছে এফবিআই
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
- ৩৭১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ