হাওর বার্তা ডেস্কঃ জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনআইএ’র কোনো টিম বাংলাদেশে আসে নি। এ সংক্রান্ত কাউকে জিজ্ঞাসাবাদ করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি ছাড়া রিমান্ডে থাকা কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।’
আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর সপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। তিনি বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট আমরা পেয়েছি। গ্রেপ্তার সোহেল মাহফুজের সঙ্গে হলি আর্টিজানের জঙ্গি হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে পার্শ্ববর্তী
দেশের যোগসাজস ছিল কী না সে ব্যাপারে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিত হওয়া যাবে।