হাওর বার্তা ডেস্কঃ শেখ হাসিনার নির্দেশে সরকারের উন্নয়ন মানুষের দ্বারে দ্বারে প্রচার করতে রোববার বিকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি সাজ্জাদ হোসেনের বাড়িতে উঠান বৈঠকে এলাকাবাসীর সাথে পাটিতে সকলের সাথে বসে মতবিনিময় করেন সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
শত শত নারী-পুরুষ মহিলা স্বতঃস্ফূর্তভাবে উঠান অংশগ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন এবং এই ধারা বজায় রাখতে অাগামী নির্বাচনে অাবারও নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন।
এসময় এমপি জগলুল হায়দারের সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাটিতে বসে মহিলাদের কথা এত নিকট থেকে এর অাগে কোনো এমপি শোনেননি বলে উপস্থিত সকলেই জানান। জগলুল হায়দার বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান।