হাওর বার্তা ডেস্কঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় এসেছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গতকাল বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে অবতরণ করলে তাকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। এ সময় ভিভিআইপিদের রাষ্ট্রীয় সম্মাননার অংশ হিসেবে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ৭৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর পর দুই শিশু ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায়। এ সময় অর্থমন্ত্রী এএমএ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অস্থায়ী মঞ্চে নিয়ে যান। সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি যৌথ চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। গতকাল বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এরপর তিনি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি ও ভিসা সম্পর্কিত বিষয়াদিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে। বৈঠকের পর ১০টি বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। আজ সন্ধ্যায় সিরিসেনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সেখানে তিনি রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রীতি অনুযায়ী তিনি রাষ্ট্রপতির বাসভবনে ক্রেডেনসিয়াল হলে রক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন। আগামীকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিআইডিএ’র আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ ব্যবসায়িক সংলাপে যোগ দেবেন। ২০১৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর সিরিসেনার এটিই প্রথম বাংলাদেশ সফর। তবে সিরিসেনা এর আগে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশ সফর করেছেন। তিন দিনের সফর শেষে আগামীকাল দুপুরে কলম্বোর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।
সংবাদ শিরোনাম
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
- ৩০০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ