লিওনেল মেসিকে নিয়ে সমালোচনার জবাব দিলেন জেরার্ড মার্টিনো। আর্জেন্টিনা কোচ মনে করেন, কোপায় মেসি তার সেরাটাই দিয়েছেন আর্জেন্টিনার জার্সিতে। মার্টিনো বলেছেন, আমার মতে কোপা আমেরিকায় মেসির পারফরম্যান্স ছিল আর্জেন্টিনার জার্সিতে তার এ এযাবৎকালের সেরা। এ ধরনের সমালোচনা আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কানে বের করে দিই, কারণ এসব অবিশ্বাস্য। এগুলো আলোচনারই ওযাগ্য নয়। কারণ এসবের কোন ভিত্তি নেই।
কোপার পর সমালোচনার ভিত্তিতে গুঞ্জন ছড়িয়েছিল, মেসি না শেষে তিতিবিরক্ত হয়ে জাতীয় দল থেকে সরে যান। সেই গুঞ্জন আবারও উসকে গেছে মেক্সিকোর বিপক্ষে তার না-খেলার সিদ্ধান্তে। সেপ্টেম্বরে ওই প্রীতি ম্যাচে মেসি থাকছেন না বলেই শোনা যাচ্ছে। কিন্তু মার্টিনো বললেন, মেসি মেক্সিকোর বিপক্ষে খেলবে না কেন? আগামী সপ্তাহে দল ঘোষণা করলে ঠিকই দেখতে পাবেন ও থাকছে কি থাকছে না।
এই বিভাগের সর্বাধিক পঠিত
সংবাদ শিরোনাম
কোপায় সেরাটাই দিয়েছেন মেসি
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
- ৩৬৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ