ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দলে ফেরা প্রসঙ্গে বিসিবিকে যা বললেন তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৭ বার

চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আগামী ১২ জানুয়ারির মধ্যে ১৫ জনের প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দেশকে। দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশও। তাইতো দীর্ঘদিন জাতীয় দলে না খেলা তামিম ইকবালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা বৈঠক হয় তামিমের। প্রথম দফায় আন্তর্জাতিক ক্রিকেটে আর না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন তামিম। পরে নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচকরা আবারও তামিমের সঙ্গে কথা বলেন। সেই আলোচনার পর কিছুটা ইতিবাচক ইঙ্গিত দেন এই ওপেনার। চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দুই-তিন দিনের সময় চেয়েছেন তিনি।

আজ আলোচনার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত জানাবেন তামিম। এই আলোচনায় লিপুর সঙ্গে বিসিবির অন্য দুই নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকারও ছিলেন।

যদিও সম্প্রতি তামিমের জাতীয় দলের হয়ে আর না খেলার খবর বের হয়েছিল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে তামিমকে বলতে শোনা গিয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তামিম।

সাংবাদিকদের গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এক বছরেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি অনেকদিন। দীর্ঘ ৭ মাস পর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরেন এই ওপেনার। সেই লিগ শেষে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন তিনি। অধিনায়কত্ব করেছেন ফরচুন বরিশালের।

এদিকে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা নিয়েও আছে অনিশ্চয়তা। এই ব্যাপারে প্রধান নির্বাচক বলেন. ‘সাকিবের ব্যাপারে (বিসিবির পক্ষ থেকে) কোনো নির্দেশনা আসেনি। (বোলিং অ্যাকশনের) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দলে ফেরা প্রসঙ্গে বিসিবিকে যা বললেন তামিম

আপডেট টাইম : ০৬:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আগামী ১২ জানুয়ারির মধ্যে ১৫ জনের প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দেশকে। দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশও। তাইতো দীর্ঘদিন জাতীয় দলে না খেলা তামিম ইকবালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা বৈঠক হয় তামিমের। প্রথম দফায় আন্তর্জাতিক ক্রিকেটে আর না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন তামিম। পরে নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচকরা আবারও তামিমের সঙ্গে কথা বলেন। সেই আলোচনার পর কিছুটা ইতিবাচক ইঙ্গিত দেন এই ওপেনার। চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দুই-তিন দিনের সময় চেয়েছেন তিনি।

আজ আলোচনার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত জানাবেন তামিম। এই আলোচনায় লিপুর সঙ্গে বিসিবির অন্য দুই নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকারও ছিলেন।

যদিও সম্প্রতি তামিমের জাতীয় দলের হয়ে আর না খেলার খবর বের হয়েছিল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে তামিমকে বলতে শোনা গিয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তামিম।

সাংবাদিকদের গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এক বছরেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি অনেকদিন। দীর্ঘ ৭ মাস পর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরেন এই ওপেনার। সেই লিগ শেষে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন তিনি। অধিনায়কত্ব করেছেন ফরচুন বরিশালের।

এদিকে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা নিয়েও আছে অনিশ্চয়তা। এই ব্যাপারে প্রধান নির্বাচক বলেন. ‘সাকিবের ব্যাপারে (বিসিবির পক্ষ থেকে) কোনো নির্দেশনা আসেনি। (বোলিং অ্যাকশনের) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।’