নয়া প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কিন্তু কে তার নতুন প্রেমিক সেটা নিয়ে দ্বিধায় ছিলেন সবাই। এতদিন বিষয়টি পুরোপুরি গোপন করে গেলেও প্রকাশ পেয়েছে সমপ্রতি। অভিনেতা করণ সিং গ্রোভারের ওপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলেন অনেকে। বিপাশার বাড়িতে আসা-যাওয়া, একসঙ্গে দীর্ঘসময় অবস্থান- এসব যখন দুজনের মধ্যে চলছিল, সন্দেহটা শুরু হয় তখন থেকেই। বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। করণের সঙ্গে চুটিয়ে প্রেমলীলা চলছে বিপাশার। সম্প্রতি বেশ কয়েকটি স্থানে তাদের ঘনিষ্ঠভাবে আবিষ্কার করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাদের অন্তরঙ্গ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। তবে বিষয়টিকে মোটেও সিরিয়াসভাবে নিচ্ছেন না বিপাশা। কারণ, করণের সঙ্গে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই বলে জানান এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার সঙ্গে করণের শুধুই ভাল বন্ধুত্ব। এটা নিয়ে জলঘোলা করার কিছু নেই। এদিকে সাবেক প্রেমিক জন আব্রাহামের বিয়ের পর অভিনেতা নানা দাগুবাতির সঙ্গে প্রেমে জড়ান বিপাশা। সেই প্রেম বেশি দিন টেকেনি। এরপরই করণের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিপাশার। তবে এতদিন গোপন থাকলেও এখন বিষয়টি স্বচ্ছ পানির মতো পরিষ্কার করা হয়ে গেছে।
বিপাশা বসুর নতুন প্রেম নিয়ে বলিপাড়ায় চলছে নানান আলোচনা। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমেও তাদের প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যদিও বিষয়টিকে বরাবরের মতো পাত্তা দিচ্ছেন না বিপাশা।
সংবাদ শিরোনাম
নয়া প্রেমে বিপাশা
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
- ৩২০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ