হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসীয়া ও ধরলার পানি গত কয়েক দিন ধরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। গত বুধবার দুপুর পর্যন্ত তা স্থির রয়েছে। ফলে উপজেলার চর-জ্যোতিন্দ্র নারায়ণ গ্রামের প্রায় দুইশ পরিবার এখন পানিবন্দি।
এ রিপোর্ট লেখা পর্যান্ত পানিবন্দি পরিবার গুলো কোন ধরনের ত্রান সামগ্রী পায়নি। এ দিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, এখনও ধরলা পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে বারোমাসিয়া ও নীল কমল নদের পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে শত শত বিঘা জমির পাট, আখ, কলা, আউশ ধান, ভুট্টা ক্ষেতের ফসল তলিয়ে গিয়ে ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও জানান, যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। তবে পানিবন্ধি পরিবার গুলোর তালিকা করা হচ্ছে এবং আজ কালের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হবে।