ভরা মৌসুমেও ইলিশের ন্যায্য দাম পাচ্ছেনা নোয়াখালীর জেলেরা

হাওর বার্তা ডেস্কঃ মেঘনা ও হাতিয়া নদী থেকে বছরে কমপক্ষে ২৬ হাজার টন ইলিশ ধরেন জেলেরা। অথচ প্রক্রিয়াজাতকরনের সুব্যবস্থা না থাকায় তারা ভালো দাম পান না।
মেঘনা ও হাতিয়া নদীর ইলিশ কেনাবেচার জন্য নোয়াখালীর হাতিয়া দ্বীপে গড়ে উঠেছে বয়ারচরের চেয়ারম্যান ঘাট। শত শত মন ইলিশ ওঠে এখানে। প্রতিক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় কখনো কখনো নষ্ট হয় জেলেদের কষ্টের ইলিশ, এমন অভিযোগ করছেন জেলেরা।
জেলেদের আরো অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকের কারণে কম দামে ইলিশ বিক্রি করতে বাধ্য হন তারা। অবশ্য ব্যবসায়ীরা জেলেদের এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিলকিস তাহমিনার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যান ঘাটে মাছ প্রক্রিয়াজাতের ব্যবস্থা করা হলে জেলেরা লাভবান হবে।
সোনালী ইলিশের প্রতি আকর্ষণ সবার। কিন্তু লোভনীয় ইলিশ ধরতে, জীবনের ঝুঁকি নিতে হয় জেলেদের। দেশের মানুষ এক হাজার টাকায় ইলিশ কিনলেও এর অর্ধেক দামও পান না জীবন বাজি রাখা এসব জেলেরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর