বিসিএস আবেদনে এনআইডি বাধ্যতামূলক নয়

হাওর বার্তা ডেস্কঃ  অবশেষে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য প্রদান ছাড়া ৩৮ তম বিসিএস পরীক্ষায় আবেদন না নেয়ার ঘোষণা থেকে সরে এসেছে জাতীয় কর্মকমিশন (পিএসসি)। ফলে এনআইডি ছাড়াই ৩৮তম বিসিএসের প্রাথমিক আবেদন করা যাবে।   মঙ্গলবার পিএসসি’র জনসংযোগ বিভাগ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, অনেকেই অভিযোগ করছেন, এখনও তারা আইডি হাতে পাননি অথবা অনেকের হারিয়ে গিয়েছে। তাই আপাতত এটা শিথিল করা হয়েছে। সূত্র আরও জানিয়েছে, প্রাথমিক আবেদনে এনআইডি’র তথ্য প্রদানের বাধ্যবাধকতা নেই। তবে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার বোর্ডে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। আর যাদের এনআইডি আছে তারা আবেদনের সময় এনআইডি নম্বর উল্লেখ করবেন। প্রসঙ্গত, গতকাল (১০ জুলাই) থেকে ৩৮তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু করেছে পিএসসি। আবেদন প্রক্রিয়া শেষ হবে ১০ আগস্ট। এতে ২৪ ক্যাডারে মোট দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর