হাওর বার্তা ডেস্কঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন নাজনিন ফেরদৌস। তিনি একই প্রতিষ্ঠানের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। প্রতিষ্ঠানের গভর্নিং বডি তাকে এই পদে নিয়োগ দেয়ার পর মঙ্গলবার যোগদান করেন। সুফিয়া খাতুনের চাকরির বয়স শেষ হলে তিনি অবসর গ্রহণ করেন। নাজনিন ফেরদৌস ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
দায়িত্ব গ্রহনের পর নাজনিন ফেরদৌস বলেন, সবাইকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আতাউর রহমান বলেন, নাজনিন ফেরদৌসকে অস্থায়ী ভাবে তিনমাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তীতে একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে বলে তিনি জানান।