ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিমদের অন্যরকম ভালবাসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ  বরো মার্কেট হামলার পর ভালবাসার নিদর্শন হিসেবে লন্ডন ব্রিজে জনসাধারণের মাঝে ৩ হাজার গোলাপ বিতরণ করেছেন মুসলিমরা। এ কাজে নিয়োজিত ছিলেন বৃটিশ মুসলিমদের একটি দল। এর মাধ্যমে ওই হামলার বিরুদ্ধে তারা সংহতি প্রকাশ করেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এর আয়োজক জাকিয়া বাসুউ বলেছেন, গত সপ্তাহেরও ওই হামলার পর যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি ভালবাসার প্রকাশ ঘটানোর জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এর উদ্দেশ্য হলো লন্ডন ব্রিজ, অন্য কোনো ব্রিজ আমরা সন্ত্রাসীদের হামলায় যেতে দিতে পারি না। লন্ডনের অধিবাসী এলিদা এরকোলানো তাদের হাত থেকে গোলাপ নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি মনে করি এ উদ্যোগ ভালবাসাময়। লন্ডন আসলে যেমন শহর তারই প্রকাশ এটা। যা ঘটেছে তার প্রেক্ষিতে এভাবেই স্মরণ করা উচিত। এটা একটি মহতী প্রতীক হয়ে থাকবে। আমরা সবাই মিলে এক সঙ্গে থাকতে চাই। ডরসেটের গিলিংহ্যামের জুন কলিস বলেন, মুসলিমদের এই গ্রুপটি এভাবে বের হয়ে এসেছেন এবং এভাবে তাদের ভালবাসা ভাগাভাগি করে নিচ্ছেনÑ এটা দেখতেও খুব চমৎকার ও ভালবাসাময় লাগছে। তারা সন্ত্রাসের বিরুদ্ধে ভালবাসার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতো মুসলিমদের উচিত মুখ খোলা ও উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নেয়া। আসুন আমরা যেন আর কোনো ভয়াবহ হত্যাযজ্ঞ না দেখি এমন আশা করি। ডারহাম থেকে লন্ডন সফরে এসেছিলেন ডেভিড হ্যাকেট। মুসলিমদের এমন উদ্যোগ তার হৃদয় ছুঁয়ে গেছে। মানুষ এভাবে একে অন্যকে ভালবাসা প্রদর্শন করছে এটা এক চমৎকার বিষয়Ñ বললেন তিনি। এর মাধ্যমে শক্তিশালী একটি বার্তা দেয়া হচ্ছে বলে মনে করেন ডেভিড। যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটস থেকে লন্ডনে এসেছেন ন্যান্সি ক্যানাটা (৬১)। তিনি বলেন, এমন দৃশ্য দেখে খুবই ভাল লাগছে। এটা আরো ভাল লাগছে এ জন্য যে, ফুলগুলো দিয়ে ভালবাসা জানাচ্ছেন মুসলিমরা। সব ধর্মেই ভাল-খারাপ মানুষ থাকে। আমি মনে করি মানুষ সেটা বুঝতে পারবে। স্বামী গায়েটানো (৬৩) কে নিয়ে লম্বা ছুটি কাটাতে বৃটেনে এসেছেন ন্যান্সি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুসলিমদের অন্যরকম ভালবাসা

আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  বরো মার্কেট হামলার পর ভালবাসার নিদর্শন হিসেবে লন্ডন ব্রিজে জনসাধারণের মাঝে ৩ হাজার গোলাপ বিতরণ করেছেন মুসলিমরা। এ কাজে নিয়োজিত ছিলেন বৃটিশ মুসলিমদের একটি দল। এর মাধ্যমে ওই হামলার বিরুদ্ধে তারা সংহতি প্রকাশ করেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এর আয়োজক জাকিয়া বাসুউ বলেছেন, গত সপ্তাহেরও ওই হামলার পর যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি ভালবাসার প্রকাশ ঘটানোর জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এর উদ্দেশ্য হলো লন্ডন ব্রিজ, অন্য কোনো ব্রিজ আমরা সন্ত্রাসীদের হামলায় যেতে দিতে পারি না। লন্ডনের অধিবাসী এলিদা এরকোলানো তাদের হাত থেকে গোলাপ নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি মনে করি এ উদ্যোগ ভালবাসাময়। লন্ডন আসলে যেমন শহর তারই প্রকাশ এটা। যা ঘটেছে তার প্রেক্ষিতে এভাবেই স্মরণ করা উচিত। এটা একটি মহতী প্রতীক হয়ে থাকবে। আমরা সবাই মিলে এক সঙ্গে থাকতে চাই। ডরসেটের গিলিংহ্যামের জুন কলিস বলেন, মুসলিমদের এই গ্রুপটি এভাবে বের হয়ে এসেছেন এবং এভাবে তাদের ভালবাসা ভাগাভাগি করে নিচ্ছেনÑ এটা দেখতেও খুব চমৎকার ও ভালবাসাময় লাগছে। তারা সন্ত্রাসের বিরুদ্ধে ভালবাসার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতো মুসলিমদের উচিত মুখ খোলা ও উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নেয়া। আসুন আমরা যেন আর কোনো ভয়াবহ হত্যাযজ্ঞ না দেখি এমন আশা করি। ডারহাম থেকে লন্ডন সফরে এসেছিলেন ডেভিড হ্যাকেট। মুসলিমদের এমন উদ্যোগ তার হৃদয় ছুঁয়ে গেছে। মানুষ এভাবে একে অন্যকে ভালবাসা প্রদর্শন করছে এটা এক চমৎকার বিষয়Ñ বললেন তিনি। এর মাধ্যমে শক্তিশালী একটি বার্তা দেয়া হচ্ছে বলে মনে করেন ডেভিড। যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটস থেকে লন্ডনে এসেছেন ন্যান্সি ক্যানাটা (৬১)। তিনি বলেন, এমন দৃশ্য দেখে খুবই ভাল লাগছে। এটা আরো ভাল লাগছে এ জন্য যে, ফুলগুলো দিয়ে ভালবাসা জানাচ্ছেন মুসলিমরা। সব ধর্মেই ভাল-খারাপ মানুষ থাকে। আমি মনে করি মানুষ সেটা বুঝতে পারবে। স্বামী গায়েটানো (৬৩) কে নিয়ে লম্বা ছুটি কাটাতে বৃটেনে এসেছেন ন্যান্সি।