চেক প্রতারণার মামলায় এমপি হারুনের বিরুদ্ধে সমন জারি

ঝালকাঠি-১ আসনের এমপি বজলুল হক হারুনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে ঢাকার সিএমএম আদালত। জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধরণ সম্পাদক মো. খলিলুর রহমানের দায়েরকৃত প্রতারণা মামলায় আদালত এ সমন জারি করে। সোমবার বিচারক সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩শে নভেম্বর এমপি হারুনকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়া আদেশ দেয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে হারুন পাঁচ কোটি টাকা ধার নেন। পরে টাকা পরিশোধ করতে হারুন ন্যাশনাল ব্যাংকের এক কোটি টাকার একটি চেক দেন খলিলকে। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত আসে। খলিল তার আইনজীবীর মাধ্যমে এমপি হারুনকে টাকা পরিশোধ করতে লিগ্যাল নোটিশ পাঠান। এরপরও টাকা পরিশোধ না করায় ২০১৬ সালের ২২শে আগস্ট খলিল বাদী হয়ে সিএমএম আদালতে মামলাটি করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর