গত বছর দুই একা একা বিদেশের মাটিতে সফর করতে খুব কমই দেখা গেছে বিরাট কোহলিকে। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও প্রেমিকা অভিনেত্রী আনুশকা শর্মাকে সফরসঙ্গী করেন তিনি। কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফরে সেই সুযোগ পাচ্ছেন না ভারতের টেস্ট অধিনায়ক। শ্রীলঙ্কা ষফরে কোনো ক্রিকেট স্ত্রী কিংবা বান্ধবীকে বগলদাবা করে নিতে পারবে না বলে আদেশ দিয়েছে ভারত ক্রিকটে বোর্ড (বিসিসিআই)। এতে আনুশকা শর্মাকে ছাড়াই এবার দ্বীপরাষ্ট্র সফরে যেতে হবে বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ান-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতের ব্যর্থকার কারণে অনেকে বিরাট কোহলির বান্ধবী আনুশকার উপস্থিতির দোষ দেন। শিন্তু কোহলি নিজের বান্ধবীর হয়ে দারুণভাবে ব্যাট করেন। এমন কি দেশে ফেরার সময় বিমানবন্দরে একে অন্যের হাত মজবুত করে ধরে রেখে সমালোচকদের পরোক্ষভাবে জবাব দেন।
অন্যদিকে, টিমের ডিরেক্টর রবি শাস্ত্রীও বেশ কিছুটা পরেই দলের সঙ্গে যোগ দেবেন বলেই জানা গিয়েছে। ‘ওয়্যাগ’ (ওয়াইপ অ্যান্ড গার্লফ্রেন্ড) নিষিদ্ধ করা নিয়ে বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘দলের অধিকাংশ ক্রিকেটারই দীর্ঘদিনের ছুটি কাটিয়ে এসেছে। ফলে তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটানোর যথেষ্ট সুযোগ পেয়েছে। সুতরাং এই সফরে আমরা স্ত্রী-বান্ধবীদের নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি না।’ অন্যদিকে রবি শাস্ত্রী প্রথম টেস্টের (১২ আগস্ট) আগের রাতে দলের সঙ্গে যোগ দিবেন। দেরি করে শ্রীলঙ্কায় যাওয়া প্রসঙ্গে বোর্ড বলছে, ‘শাস্ত্রী এই মুহূর্তে অ্যাশেজ সিরিজে স্কাই স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। বিসিসিআই-এর অনুমোদন নিয়েই তিনি এই কাজ করছেন। দেরি করে শ্রীলঙ্কা সফরে যোগ দেওয়ার অনুমতি আগেই চেয়েছিল শাস্ত্রী।’ শ্রীলঙ্কা সফরে ভারত ক্রিকেট দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ১২ আগস্ট গলে।
সংবাদ শিরোনাম
আনুশকাকে নিতে পারবেন না কোহলি
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
- ৫৭২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ