ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করিমগঞ্জের চেয়ারম্যানকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ২৫৫ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মো. সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও সাংবাদিক অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল।

মানববন্ধনে বক্তারা করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমনকে অপসারণের বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানান তাঁরা। অবিলম্বে সুমনের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গত ২৩ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাইফুল ইসলাম সুমনকে বরখাস্ত করে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। এর আগে ৯ মে করিমগঞ্জ উপজেলা পরিষদের সভায় বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

করিমগঞ্জের চেয়ারম্যানকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ১২:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মো. সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও সাংবাদিক অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল।

মানববন্ধনে বক্তারা করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমনকে অপসারণের বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানান তাঁরা। অবিলম্বে সুমনের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গত ২৩ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাইফুল ইসলাম সুমনকে বরখাস্ত করে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। এর আগে ৯ মে করিমগঞ্জ উপজেলা পরিষদের সভায় বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।