সিনে জগতের অনেক নামি মডেলের গোপন তথ্য এখন গোয়েন্দাদের হাতে। বনানীর দুই ছাত্রীকে শ্লীললতাহানির মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ রিমান্ডে গোয়েন্দাদের এসব মডেলের চাঞ্চল্যকর দিয়েছেন।
ওই দিন ‘দ্য রেইন ট্রি’ হোটেলে কী ঘটেছিল তার বিবরণ দিয়ে নির্যাতনের কথা স্বীকার করেছেন নাঈম। আলোচিত এ আসামি সাতদিনের রিমান্ডে রয়েছেন।
নাঈমকে জিজ্ঞাসাবাদ করছেন এমন এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওইদিন ‘দ্য হোটেল রেইন ট্রি’র ঘটনা সম্পর্কে নাঈম আশরাফের কাছে জানতে চাওয়া হয়। নাঈম ওই রাতের বিবরণ দিয়েছেন। ’’
গোয়েন্দা সূত্র জানায়,‘‘ দুই ছাত্রী নির্যাতনের ঘটনার প্রায় দু’সপ্তাহ আগে বন্ধু সাদমানের মাধ্যমে রাজধানীর একটি হোটেলে ওই দুই তরুণীর সঙ্গে তাদের পরিচয় ঘটে। এরপর প্রায়ই তাদের সঙ্গে দেখা হতো। জন্মদিনের অনুষ্ঠানে সাফাত তাদের
নিয়ে পার্টি করার কথা বললে পাঁচ আসামি আয়োজনটি করেন। মদ খাওয়ার পর সাফাতকে নিয়ে দুই তরুণীকে নির্যাতন করার কথা স্বীকার করেছেন নাঈম। ’’
‘‘সিনে জগতের নামি-দামি মডেলের সঙ্গে কিভাবে পরিচয়’’ গোয়েন্দাদের এমন প্রশ্নে নাঈম জানান, ‘‘ইভেন্ট করতে গিয়েই তাদের সঙ্গে পরিচয় হয়। ’’
সূত্র জানায়, ‘‘নানা প্রশ্নের মাঝে সিনে জগতের অনেক নামি-দামি মডেল সম্পর্কে নানা বিষয় নিয়ে কথা বলেছেন নাঈম। এমনকি সাফাতকে সরবরাহ করা অনেক মডেলের নামও বলেছেন। অনেক মডেলকে সাফাতের শয্যা সঙ্গী করার কথাও স্বীকার করেন নাঈম। ৭ দিনের রিমান্ডে প্রথমদিন শেষ হয়েছে। রিমান্ডের বাকি দিনে আরো চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আরো কিছু তথ্য পাওয়া গেছে। যেগুলো তদন্তের স্বার্থে এখুনি প্রকাশ করা হচ্ছে না। ’’
জানা যায়, ‘সিরাজগঞ্জের কাজীপুরে গ্রামের বাড়িতে নাঈম আশরাফের নাম হালিম। ঢাকায় এসে নিজের নাম পাল্টে হন নাঈম আশরাফ। এই নামে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালিয়ে আসছিলেন। চতুর প্রকৃতির নাঈম আশরাফ এ পর্যন্ত দুটি বিয়ে করেছেন। ‘ই-মেকার্স’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে ২০১৪ সালে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্টের আয়োজন করেন।
এ ছাড়া গত বছর ভারতের আরেক শিল্পী নেহা কাক্কারকে নিয়ে ‘নেহা কাক্কার লাইভ ইন কনসার্ট’ অনুষ্ঠানের আয়োজনও করেন নাঈম আশরাফ। এসব অনুষ্ঠান আয়োজনের কারণে নাঈম আশরাফের সঙ্গে গ্ল্যামার জগতের নায়িকা, গায়িকা, মডেলসহ অনেক প্রভাবশালী ব্যক্তির সখ্য গড়ে ওঠে। তাদের সঙ্গে মাঝে মধ্যেই সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিতেন নাঈম আশরাফ।