অপ্পোর দুর্দান্ত সেলফি ক্যামেরার ফোন

তাইওয়ানের বাজারে নতুন ফোন আনলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো। ফোনটির মডেল অপ্পো এ ৭৭। এটি দুই ন্যানো সিমের ফোরজি ফোন।

দুইটি রঙে ফোনটি পাওয়া যাবে। একটি গোল্ড অন্যটি রোজ গোল্ড। তাইওয়ানের ডলারে ফোনটির মূল্য ১০ হাজার ৯৯০ ডলার।

ফোনটির বিশেষত্ব হচ্ছে এর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। এতে বিউটিফাই ৪.০ এবং ব্যাকগ্রাউন্ড ব্লার ফিচার আছে। এর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।

মেটাল ইউনিবডির অপ্পো এ ৭৭ ফোনটিতে ফ্রন্ট ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।

অপ্পোর নতুন ফোনটিতে ১.৫ গিগাহার্জের অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫০টি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এতে ৪ জিবি র‌্যাম আছে। রম আছে ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যানড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে কালার ওস ৩.১ ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। এত ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর