চলতি বছর গ্রান্ড সøাম আসর অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ ও উইম্বলডন ওপেনের শিরোপা জয়ের পর র্যাঙ্কিংয়েও চমক দেখালেন নোভাক জকোভিচ। সর্বশেষ প্রকাশিত টেনিস র্যাঙ্কিংয় অনেক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। টানা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার ব্যাপরে রাফায়েল নাদালকে স্পর্শ করলেন এই সার্বিয়ান তারকা। স্প্যানিয়ার্ড নাদাল টানা ৫৬ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ছিলেন। এবার একই কৃতিত্ব দেখালেন নোভাক জকোভিচ। বিশ্ব রেকর্ড গড়তে আর মাত্র ২ সপ্তাহ অপেক্ষা তার। সর্বাধিক টানা ৫৮ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড আছে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস তারকা জন ম্যাকেনরয়-এর। ২০০৬ সালে তিনি অবসর নেন। টেনিস ক্যারিয়ার শুরু করেন ১৯৯২ সালে। বছরের তিন গ্রান্ড সøাম শিরোপা জেতা জকোভিচ সামনের ইউএস ওপেন জিতলে প্রথমবারের মতো ক্যারিয়ার গ্রান্ড সøাম জয়ের কৃতিত্ব দেখাবেন তিনি। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তার পয়েন্ট ১৩,৮৪৫। ৯,৬৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইস তারকা রজার ফেদেরার। তার পরেই আছেন স্কটিশ তারকা অ্যান্ডি মারে।
সংবাদ শিরোনাম
নাদালকে স্পর্শ করলেন জকোভিচ
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০১৫
- ৩৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ