সময়ের আলোচিত ঘটনা বনানীতে ধর্ষণের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর মামলা। সেই মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ।
ওই দুই তরুণীর ধর্ষণের মামলা দায়েরের পর আস্তে আস্তে উঠে আসছে অন্যতম আসামি শাফাত আহমেদের উচ্ছৃঙ্খল জীবনযাপনের নানা চিত্র। যায়যায়দিনের কাছে শাফাত ও তার পরিবার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শাফাতের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা। যদিও শাফাতের বাবার দাবি, পিয়াসাকে তার ছেলে আগেই ডিভোর্স দিয়েছে।
বুধবার দুপুরে আলাপকালে পিয়াসা বলেন, ‘শাফাতের বাবা নিজের ছেলেকে বাঁচাতে নয়, নিজের ইমেজ ঠিক রাখতে ধর্ষণের মামলাটি প্রভাবিত করছেন। আমাকে অন্যায়ভাবে জড়াচ্ছেন। কেউ না জানুক, আমি জানি শাফাতের বাবা কতটা পুত্রপ্রিয় মানুষ। তিনি এমনই একজন বাবা যিনি নিজের গাড়িটা একদিন খুঁজে না পেয়ে পুত্রের নামে থানায় জিডি করেছিলেন। ছেলেও কম যায় না। বাবার নামে কয়েক বছর আগে কী একটা ঝামেলায় ভাটারা থানায় মামলা করেছিল।’
তিনি বলেন, ‘তাদের অর্থের বড়াই ছাড়া আর কিছুই নেই। এখন ছেলের নামে ধর্ষণের মামলা হওয়ায় নিজের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে ভেবেই ছেলের পাশে দাঁড়িয়েছেন। আমাকে নিয়ে নাটক সাজাচ্ছেন।’
পিয়াসা বলেন, ‘গেল কয়েক দিনে আমি বিপর্যস্ত। আমাকে সমাজ ও পরিবার নিয়ে চলতে হয়। নানাজনে নানা কথা বলছে। আমার মা এরই মধ্যে একবার স্ট্রোক করেছেন। বাড়িতে একটি বিয়ের আয়োজন চলছে। এর মধ্যে এসব মিথ্যা অপবাদ মেনে নেয়া যায়!’
শাফাতের বাবা এর আগে বলেছেন, এ ধর্ষণ মামলার সঙ্গে শাফাতের ডিভোর্সপ্রাপ্ত স্ত্রী জড়িত।
এ অভিযোগ অস্বীকার করে পিয়াসা বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওই মেয়েদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। একবার এক রেস্টুরেন্টে আমি আর শাফাত একসঙ্গে ছিলাম। তখন সাফাতের বন্ধু এ মামলার আরেক আসামি সাদমান ওই দুই মেয়েকে নিয়ে আসে। সে জানত না আমরা দু’জন এখানে আছি। দেখে একটু ইতস্তত হন সাদমান। কারণ সে শাফাতকে বড় ভাইয়ের মতো জানত। আমরা দেখে ফেলায় সে এগিয়ে আসে এবং তার দুই বান্ধবীকে পরিচয় করিয়ে দেয়। এরপর আর কখনও ওই দুই মেয়েকে আমি দেখিনি।’
পিয়াসার দাবি, ‘ধর্ষণের এক সপ্তাহ পর দুই মেয়ে আমাকে কল দিয়ে কান্নাকাটি করতে থাকে। তারা জানায়, আমার স্বামী শাফাত বন্ধুদের নিয়ে তাদের ধর্ষণ করেছে। এর আগে আমার নামে আজে-বাজে সব কথা বলে ওদের মন গলানোর চেষ্টা করে শাফাত। কাঁদতে কাঁদতে দাম্পত্য জীবনে সে (শাফাত) আমার জন্য সুখী নয় বলে গল্প শোনাতে থাকে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আমিই ওকে নিয়ে সুখী হতে পারছিলাম না। ওকে শোধরানোর চেষ্টা করেছি, পারিনি। কিন্তু পাপ তাকে গ্রাস করে নিল।’
পিয়াসা বলেন, ‘এ মামলায় আমার কোনোরকম সংশ্লিষ্টতা নেই। আমি বরং দুটি মেয়েকে ধন্যবাদ দেব, তারা সাহস দেখিয়েছে ভদ্রবেশী শয়তানদের মুখোশ খুলে দিতে। ছেলের বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ উঠেছে, বনানী থানার ওসিকে দিয়ে ওর বাবা কৌশলে আমার নামটা বসিয়ে দিয়েছেন। যখন আমার পাওনা (বিচ্ছেদ সংক্রান্ত) নিয়ে কথা বলার কথা, তখন আমার অন্যের অভিযোগ নিয়ে গণমাধ্যমে কথা বলতে হচ্ছে। আমার পরিবার ও আমি খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। আমিও গণমাধ্যমের মেয়ে। এখানে আমার পরিচিত অনেক মানুষ আছেন, স্বজনও আছেন। সবার কাছে আমাকে ছোট করা হচ্ছে।’
তিনি বলেন, শাফাতের বাবা মেয়েগুলোকে খারাপ বলার চেষ্টা করছেন। ওরা খারাপ হলে তো টাকা নিয়ে চুপ থাকত। ঘটনার পর ওদের এক মাস থ্রেট করা হয়েছে, যেন তারা ওদের সঙ্গে আবারও হোটেলে যায়, তা না হলে ভিডিও ছেড়ে দেবে।
শাফাতের সঙ্গে সম্পর্ক ও বিয়ে নিয়ে পিয়াসা বলেন, শাফাতের সঙ্গে আমার চার বছরের সম্পর্ক। দুই বছর প্রেম করার পর ২০১৫ সালের ১ জানুয়ারি তাকে আমি বিয়ে করি। আমাকে অনেকেই অনেকবার বলেছে ওর সঙ্গে না জড়াতে। আমি শুনিনি। আমাকে বারবার বলা হয়েছে শাফাত মানুষ ভালো নয়। ওর বাবাও প্রচ- আত্মঅহঙ্কারী, চরিত্রহীন একজন মানুষ। ওর পরিবারের অর্থ-বিত্ত থাকলেও মানমর্যাদা বলতে কিছু নেই। আমি শুনিনি। ভালোবাসার টানে শাফাতকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম, ভালোবাসার জন্য মানুষ নিজেকে বদলে নিতে পারে। শাফাতও পারবে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম।’
তিনি আরও বলেন, পচে যাওয়া মন কোনোদিন বদলায় না। শাফাত ছোট থেকে বড়ই হয়েছে নোংরা পরিবেশে। ওর বাবা প্রচ- বদরাগী আর বাজে লোক। স্ত্রীকে তিনি সকাল-বিকাল ‘প্রস্টিটিউট’ বলে গালি দেন। মারধর করেন। এমন পরিবেশে কোনো মানুষই মনুষত্ব, বিবেকবোধ নিয়ে বেড়ে উঠতে পারে না।
পিয়াসা বলেন, বিয়ের পর আমি ওই পরিবার সম্পর্কে যতই জেনেছি ততই অবাক হয়েছি, আহত হয়েছি। তবুও আমি চেষ্টা করেছি মানিয়ে নিতে। বাঙালি মেয়ে, স্বামীর বাড়িই তো ঠিকানা। কিন্তু বারবার ক্ষত-বিক্ষত হয়েছি। শাফাত ছিল ইয়াবায় আসক্ত। পরনারীতে তার দুর্বলতা আছে। মিডিয়ার অনেকেই তা জানেন। ওর বাবাও মর্যাদাহীন একজন মানুষ।’
এশিয়ান টিভির সাবেক এ কর্মকর্তা বলেন, ‘আমি এও শুনেছি এক পার্টিতে একজন মহিলাকে কুপ্রস্তাব দিয়ে অপমানিত হয়েছিল শাফাতের বাবা। ওই মহিলা উনাকে স্যান্ডেল দিয়ে আঘাত করেছিলেন। আমি তার ছেলের বউ! আমার সঙ্গে তার ব্যবহার, কথাবার্তা শুনলে যে কেউ লজ্জায় মরে যাবে।’
তিনি শাফাত ও তার পরিবারের প্রতি অভিযোগ এনে বলেন, কোনো এক অজানা কারণে শাফাতের বাবা আমাকে তার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেননি। উনি আমার ওপর মানসিক অত্যাচার করেছেন। ওনার এ যন্ত্রণায় একসময় আমি শাফাতকে নিয়ে ভাটারা থানায় নিরাপত্তার জন্য জিডি করতে বাধ্য হই। এর মধ্যেই হঠাৎ ৮ মার্চ একটি ডিভোর্স নোটিশ আসে আমার কাছে। কোনো কিছু না বলে-কয়ে শাফাত আমাকে ডিভোর্স দিয়ে পুরো পরিবারসহ ভারতের কলকাতায় পালিয়ে যায়। ডিভোর্স লেটারে আমি আমার জাল স্বাক্ষর দেখতে পাই। কোনো দেনা-পাওনার নিষ্পত্তি ছিল না। আমাকে কোনো ভরণ-পোষণ না দিয়েই সে গাঢাকা দেয়।
এটাকে কোনোভাবেই ডিভোর্স বলা যায় না_ যোগ করেন তিনি।
‘আমি অনুধাবন করেছি, টাকা দিয়ে সব নিয়ম ওরা ভাঙতে পারে। ডিভোর্স পেয়ে আমি কষ্ট পেয়েছিলাম। অনেক কিছুর পরও আমি শাফাতকে ভালোবাসতাম। এভাবে বিনা কারণে, বিনা নোটিশে ডিভোর্স লেটার পাব ভাবতেই পারিনি। আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারিনি। খোঁজ নিয়ে জানতে পারি তারা সবাই কলকাতায়। এর কিছুদিন পরই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় শাফাতের। সেখানে দেখা যায় একজন মডেল ও অভিনেত্রীকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসে মদ খাচ্ছে শাফাত। তখন ডিভোর্স পাওয়া নিয়ে আমার কষ্ট হলেও এ মুহূর্তে আমি নিজেই একজন ধর্ষকের স্ত্রী হিসেবে ভাবতে পারছি না। ধর্ষক স্বামীর কাছ থেকে আমিই ডিভোর্স চাইব। সেটা নিয়ম-রীতি মেনেই।’
প্রসঙ্গত, গেল ২৮ মার্চ শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত পেয়ে গুলশানের ‘দি রেইন ট্রি’ হোটেলে গিয়ে ঢাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হন_ এমন অভিযোগে গত ৬ মে মামলা হয় ঢাকার বনানী থানায়। এজাহারে শাফাত ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতার (ঠিকাদার) ছেলে নাঈম আশরাফ (৩০), রেগনাম গ্রুপের ডিরেক্টর সাদমান সাকিফ (২৪) এবং শাফাতের দেহরক্ষী ও গাড়িচালককে আসামি করা হয়।
দুই ছাত্রীর অভিযোগ, ওই হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর আটকে রেখে শাফাত ও নাঈম তাদের ধর্ষণ করে। অন্য তিনজন তাতে সহায়তা করেন। পুলিশ বলছে, শাফাত, নাঈম, সাদমান ও ঢাকার একজন সংসদ সদস্যের ছেলে বনানী ১১ নাম্বার সড়কে একটি রেস্তোরাঁ চালান। এছাড়া তাদের একাধিক সিসা বার রয়েছে।
সংবাদ শিরোনাম
‘ধর্ষক’ শাফাতের কাছে আমি নিজেই ডিভোর্স চাইব: পিয়াসা
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
- ৩৪৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ