দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল। আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হস্তান্তর করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা যায়। মোবাইল ফোনে ফল পেতে প্রথমে মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য ‘ংংপ’ ও মাদরাসা বোর্ডের ক্ষেত্রে ‘ফধশযরষ’ লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের প্রথম তিনটি বর্ণ লিখতে হবে পরীক্ষার্থীদের। এরপর ‘স্পেস’ দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২ মার্চ। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ। এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৭ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষা দিয়েছে।
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
- ৪৩২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ