কিশোরগঞ্জে শিশু অপহরণের পর হত্যার দায়ে চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
আজ বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুঁইয়া এই রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা নয়পাড়া গ্রামের দুলাল, সোহাগ, আমিনুল ও ডালিম। তারা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৪ সালের ১২ অাগস্ট পাকুন্দিয়া উপজেলার চরকাওনা অাব্দুল অাউয়াল মেমোরিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ও চরকাওনা নয়াপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে সাকিবুল হাসান টুটুল স্কুল থেকে রহস্যজনভোবে নিখোঁজ হয়। পরে অাসামিরা টুটুলকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করা হয়।