সমুদ্র পৃষ্ঠ থেকে ১০,২৩৫ ফুট উচ্চতায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হতে যাচ্ছে ভারতে। পৃথিবীর সবচেয়ে উচ্চের ক্রিকেট স্টেডিয়াম ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায়। তার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৭,৩৮০ ফুট। কিন্তু একই প্রদেশে প্রায় তার দ্বিগুণ উচ্চতায় স্টেডিয়াম নির্মাণ হতে যাচ্ছে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। প্রতি বছর হাজার হাজার বিদেশী পর্যটক এখানে ভ্রমণ করতে যান। পাহাড়, হ্রদ আর চিনাব নদী ঘেরা সুন্দর এ নৈসর্গিক পরিবেশে সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উচ্চতায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ছাড় পেয়েছে হিমাচল ক্রিকেট ফেডারেশন। দুই বছর আগে ভারত ক্রিকেট বোর্ড ও সরকারের কাছে এ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের অনুমতি চায় তারা। ক’দিন আগেই তারা ছাড়পত্র পেয়েছে। এই স্টেডিয়াম নির্মাণ হলে হিমাচল প্রদেশ বিশ্বের উচ্চতম স্থানে দুই ক্রিকেট স্টেডিয়াম তৈরির গৌবর দেখাবে। তবে এ প্রকল্প নিয়ে সমস্যাও রয়েছে অনেকগুলো। হিমাচল ক্রিকেট সংস্থার একটা অংশ এর বিরোধিতা করছে। তাদের যুক্তি, ধর্মশালায় স্টেডিয়াম আছে। সেক্ষেত্রে নতুন করে বিশাল খরচের স্টেডিয়াম নির্মাণের চেয়ে রাজ্যের ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলাই বেশি কাজের হবে। অর্থের সমস্যার জন্য কর্তৃপক্ষ চাইছে সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়ার। ভারত ক্রিকেট বোর্ডের কাছেও আর্থিক সাহায্য চাইবে তারা। আর এই পরিকল্পনা বাস্তবায়ান করার জন্য স্টেডিয়াম নির্মাণের পক্ষের কর্মকর্তারা ঝাপিয়ে পড়েছেন। ধর্মশালায় সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উচ্চতার বর্তমান স্টেডিয়াম নির্মিত হয় ১৮৯৩ সালে। তৎকালীন রাজ পরিবার নিজেদের বিনোদনের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করে।
সংবাদ শিরোনাম
সমুদ্র পৃষ্ঠের ১০,২৩৫ ফুট উচ্চতায় ক্রিকেট স্টেডিয়াম
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
- ৫১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ