ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ক্রিকেট কূটনীতি’র মাধ্যমে প্তার্শবর্তী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদীয় দলের মঙ্গলবারের বৈঠক সূত্র একথা জানা গেছে। খবর ডন ও ইন্ডিয়া টুডের।
মোদি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে উভয় দেশের মধ্যে ক্রিকেট সিরিজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ভারত পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে বিজেপির পার্লামেন্ট সদস্যদের কেউ কেউ আপত্তি জানালেও মোদি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের স্বার্থেই এ সিরিজ শুরু করা হবে। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হবে। সূত্র জানায়, তার সরকারের এক বছরের গৃহীত কর্মকা্লের প্রশংসা করে রেজুলেশন পাস হওয়ার পরই মোদি বলেন প্রস্তাবিত সিরিজ সম্পর্কে কতিপয় সদস্য তাদের শংকা প্রকাশ করেছেন এবং এ কারণেই বিষয়টি তিনি ‘পরিষ্কার’ করলেন।
সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও দলের সংসদ সদস্য আর কে সিং সোমবার লোক সভায় ক্রিকেট সিরিজ ইস্যু নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া বিজেপি এমপি এবং সাবেক ক্রিকেটার কির্তি আজাদও সিরিজের বিরোধিতা করেন।