ঢাকাতে জ্বলে উঠবেন মুশফিক

দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।মিডল অর্ডারের স্তম্ভ। কিন্তু ইদানীং সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের।ব্যাটে তেমন রান নেই। চিন্তায় টিম ম্যানেজমেন্ট।তবে জাতীয় দলের অন্যতম নির্বাচক এবং সাবেক তারকা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, ঢাকা টেস্টেই ঘুরে দাঁড়াবে মুশফিক।

তিনি বলেন, ‘ মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন। ওকে তাই অনেক দায়িত্ব নিতে হয়। ও সেটাই করে আসছিলো। কিন্তু ইদানীং  ব্যাটিংয়ে কিছুটা মনোযোগ হারিয়ে ফেলছে বলে মনে হচ্ছে। তবে আমার বিশ্বাস ও সেটা কাঁটিয়ে উঠতে পারবে। ওর মানসিকতা চমৎকার, ধৈর্য শক্তিও বেশ। আমার তো মনে হয় ঢাকা টেস্টেই ওর জ্বলে উঠার সম্ভাবনা রয়েছে। মুশফিকের মতো বিচক্ষণ খেলোয়াড় এটা কাঁটিয়ে উঠতে পারবে।’

নান্নু মনে করেন, ঢাকা টেস্টে বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। কারণ প্রথম ম্যাচ ড্র হওয়ায় ঢাকাতে ঘুরে দাঁড়াতে চাইবে প্রোটিয়ারা। বিশেষ করে বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য ঢাকা টেস্ট কঠিন চ্যালেঞ্জ মনে করছেন নান্নু। বলেছেন,‘আমাদের ব্যাটসম্যানদেরকে অবশ্যই ইনিংস বড় করতে হবে। টেস্টে ভালো করতে হলে এর কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম টেস্ট নিয়ে নান্নু বলেন, ‘ ওখানে আমাদের অনেক প্রাপ্তি  আছে। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট করা বড় অর্জন। দলের সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেছে। মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ ভালো বোলিং করেছে। এগুলো ঢাকা টেস্টে দলের আত্মবিশ্বাস বাড়াবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর