ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার পানিতে বিলীন হাওড়ের সোনালী স্বপ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৪৬০ বার

বুক ভরা রঙিন স্বপ্ন, আশা আর নানা আকাঙ্খা নিয়ে মৌলভীবাজারের হাকালুকি হাওর, হাইল হাওর, সোনাদিঘি, কাওয়াদিঘির হাওর ও কইরকোনা বিলে চাষ করেছিলেন কৃষকরা। চৈত্রের আগাম বন্যায় তলিয়ে গেছে কৃষকের সোনার ফসল। হাওরের সর্বত্র এখন থৈ থৈ করছে পানি আর পানি। পানিতে পঁচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের সোনার ফসল।
কৃষকদের অতিকষ্টে ফলানো ধানের উপর দিয়ে এখন চলছে নৌকা। জেলার সর্বত্র বিরাজ করছে হাহাকার। ৬ মাসের ঘামঝরা পরিশ্রমের ফলানো বোরো ধানের একমুটও ঘরে আনতে পারেননি এ জেলার কোন কৃষক। গত দুই বছরই আগামবন্যায় জেলার হাওরগুলোর বোরো ধান নষ্ট করেছিল, কোন কৃষক ঘরে তুলতে পারেননি স্বপ্নের ফসল। পর পর তিন বছর বোরো ধান তুলতে না পারায় কৃষকদের মাঝে বিরাজ করছে হাহাকার। এবার হাওর তীরের গ্রামগুলোতে তীব্র খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার কাঞ্জার হাওর, মানিক হাওর, হাইল হাওর ও কাউয়াদিঘি হাওর পানির নিছে তলিয়ে গিয়ে ৬২২ হেক্টর, শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের ৩০৭ হেক্টর, রাজনগর উপজেলার সোনাদিঘি, কাইয়াদিঘি ও সিঙ্গাহুরা হাওরের ১৩৬৬ হেক্টর, কমলগঞ্জ উপজেলার কেওলার হাওরের ৩০০ হেক্টর, কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর, ডলডল হাওর, রফিনগর হাওর, খাদিমপাড়া হাওর, আলিয়ার হাওর, বহিষমারা বলি, মেঘাবিল, হাওর বিল, কালাপানির বিল, পালের বিল, হাগুয়া বিল ও লাউয়র বিলসহ অন্যান্য বিলের ৪৫০০ হেক্টর, বড়লেখা উপজেলার হাকালুকি হাওর, মালাম বিল ও হুয়ালা বলির ৩৪১৫ হেক্টর, জুড়ী উপজেলার হাকালুকি হাওর ও কইরকোনা বিলের ৪৬৫০ হেক্টর জমি তলিয়ে গেছে। এছাড়াও হাকালুকি হাওর পাড়ের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ৯-১০ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।
বিশেষ করে হাকালুকি হাওরপাড়ের কৃষকরা নতুন ধান ঘরে তোলার আশা ছেড়ে দিয়েছেন। ধান কাটার উপযোগী না হওয়া কেউই ঘরে নতুন ধান তুলতে পারেননি।
খোঁজ নিয়ে দেখা গেছে, ওই তিন উপজেলার বেশিরভাগ কৃষক বিভিন্ন ব্যাংক, সমিতি ও ব্যক্তির কাছ থেকে ঋণ এনে জমি চাষাবাদ করেছেন। কিন্তু ধান পানির নিছে তলিয়ে যাওয়া কীভাবে মানুষের ঋণ পরিশোধ করবেন আবার কীভাবে সংসার চালাবেন এনিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তারা।
হাকালুকি হাওর পারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এবছর ফলন ভালো হাওয়ায় কৃষকেরা স্বপ্ন দেখছিলেন বাম্পার ফলন ঘরে তুলবেন। কিন্তু ধান পাকার পূর্বেই হঠাৎ করে টানা ৭-৮ দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চোখের সামইে তাদের স্বপ্ন তলিয়ে যায়। ধানের শীষ বের হওয়ার পর গত বুধবার থেকে ভারি বর্ষণ ও থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়। চৈত্র মাসের অকাল বৃষ্টিতে হাজার হাজার কৃষকের স্বপ্ন বন্যার পানিতে মিশে যায়। ইতোমধ্যে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে হাওরে বন্যার পানি টইটুম্বুর হয়ে হাওরের প্রায় সবটুকুই বোরো ধান তলিয়ে গেছে। কোন কৃষই দীর্ঘ প্রতীক্ষার ফসল ধান ঘরে তুলতে পারেননি। গত দুই বছরই আগাম বন্যায় হাকালুকির বোরো ধান নষ্ট হয়েছিল। পর পর দুই বার বোরো ধান তুলতে না পারায় কৃষকদের মাঝে বিরাজ করছে হাহাকার ও হতাশা। পর পর তিন বছর বোরো ধান সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় হাওর তীরে এবার তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কাকা রয়েছে।
সরেজমিনে হাকালুকির পাড়ের কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল, জাব্বা, কুরবানপুর, শাহাপুর, গৌড়করণ, মুক্তাজিপুর এলাকার ঘুরে দেখা গেছে- থোড় বের হওয়ার পূর্ব অবস্থায় বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ভুকশিমইল গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন সাঈদ, জিয়াউর রহমান মিন্টু, নজরুল ইসলাম জানান, আর মাত্র ১৪-১৫ দিনের মধ্যে ফসল কাটা শুরু হতো। কয়েকদিনের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চোখের সামনেই আমাদের স্বপ্নের সলিল সমাধি হলো।
বড়লেখা উপজেলার হাওরপাড়ের পতুনগর, নিজবাহাদুরপুর, কানকাইড়ছক, দশঘড় এলাকার কৃষক আখলু মিয়া, হাছন আলী, ফরিদ আলী, সুলেমান মিয়া ও আকল মিয়া জানান, হাওর পাড়ের প্রতিটি মানুষই কৃষির উপর নির্ভরশীল। পর পর তিন বছর থেকে আমরা বোরো ধান ঘরে তুলতে পারিনি। সরকার যদি আমাদের দিকে এবছর সুনজর না দেয় তাহলে হাওর তীরে দুর্ভিক্ষ লাগার সম্ভাবনা রয়েছে।
জুড়ী উপজেলার হাকালুকি হাওরপাড়ের শাহাপুর, রাজাপুর, বেলাগাঁও এলাকার কৃষক রমুজ মিয়া, আবিদ মিয়া, মন্তর আলী, পাখি মিয়া বলেন, অনেক কৃষক টাকা সুদ আবার অনেকে ব্যাংক থেকে লোন করে কিংবা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার করে চাষ করেছি। এ বছর ধান পেলাম না এখন কি করে সে ক্ষতি পূরণ করবো সেটা চিন্তা করতে পাচ্ছি না।
এ বিষয়ে হাওর বাঁচাও, কৃষি বাঁচাও ও কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদের একাধিক ব্যক্তির সাথে আলাপ হলে তারা বলেন, ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারী নদী খনন না করার কারণে হাকালুকি হাওরের পানি নিষ্কাশণ হতে পারে না। যার ফলে দু-একদিনের বৃষ্টির কারণে পুরো হাওরটি তলিয়ে যায়। তাদের দাবি এ অঞ্চলের কৃষকদেরকে বাঁচাতে হলে যতদ্রুত সম্ভব ওই খালটি খনন করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করে দিতে হবে।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকতা মো. কুতুব উদ্দিন বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার বোরো চাষিদের সাথে যোগাযোগ রাখছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার বলেন, পানিতে ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এটি প্রাকৃতিক সমস্যা। এতে কিছু করার নেই।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাবিব জানান, আমরা হাওরপাড়ের এলাকাগুলো পরিদর্শন করেছি। এলাকার সার্বিকচিত্র খুবই ভয়াবহ। ধানতো নাই, ঘূর্ণিঝড়ে মানুষের বাড়িঘর, স্কুল কলেজ ও মাদ্রাসার ক্ষতি হয়েছে ব্যাপক। এখন আবার বন্যায়ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। কৃষি ও পিআইও অফিস মিলিয়ে কুলাউড়া উপজেলায় অকাল বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের কাজ চলছে। চূড়ান্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়ে দেওয়া হবে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান তথ্যটি নিশ্চিত করে বলেন, হাওরগুলোর প্রায় ৯৫% বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকদের ধান ঘরে তোলার সম্ভাবনা এখন আর খুব একটা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বন্যার পানিতে বিলীন হাওড়ের সোনালী স্বপ্ন

আপডেট টাইম : ১২:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭

বুক ভরা রঙিন স্বপ্ন, আশা আর নানা আকাঙ্খা নিয়ে মৌলভীবাজারের হাকালুকি হাওর, হাইল হাওর, সোনাদিঘি, কাওয়াদিঘির হাওর ও কইরকোনা বিলে চাষ করেছিলেন কৃষকরা। চৈত্রের আগাম বন্যায় তলিয়ে গেছে কৃষকের সোনার ফসল। হাওরের সর্বত্র এখন থৈ থৈ করছে পানি আর পানি। পানিতে পঁচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের সোনার ফসল।
কৃষকদের অতিকষ্টে ফলানো ধানের উপর দিয়ে এখন চলছে নৌকা। জেলার সর্বত্র বিরাজ করছে হাহাকার। ৬ মাসের ঘামঝরা পরিশ্রমের ফলানো বোরো ধানের একমুটও ঘরে আনতে পারেননি এ জেলার কোন কৃষক। গত দুই বছরই আগামবন্যায় জেলার হাওরগুলোর বোরো ধান নষ্ট করেছিল, কোন কৃষক ঘরে তুলতে পারেননি স্বপ্নের ফসল। পর পর তিন বছর বোরো ধান তুলতে না পারায় কৃষকদের মাঝে বিরাজ করছে হাহাকার। এবার হাওর তীরের গ্রামগুলোতে তীব্র খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার কাঞ্জার হাওর, মানিক হাওর, হাইল হাওর ও কাউয়াদিঘি হাওর পানির নিছে তলিয়ে গিয়ে ৬২২ হেক্টর, শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের ৩০৭ হেক্টর, রাজনগর উপজেলার সোনাদিঘি, কাইয়াদিঘি ও সিঙ্গাহুরা হাওরের ১৩৬৬ হেক্টর, কমলগঞ্জ উপজেলার কেওলার হাওরের ৩০০ হেক্টর, কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর, ডলডল হাওর, রফিনগর হাওর, খাদিমপাড়া হাওর, আলিয়ার হাওর, বহিষমারা বলি, মেঘাবিল, হাওর বিল, কালাপানির বিল, পালের বিল, হাগুয়া বিল ও লাউয়র বিলসহ অন্যান্য বিলের ৪৫০০ হেক্টর, বড়লেখা উপজেলার হাকালুকি হাওর, মালাম বিল ও হুয়ালা বলির ৩৪১৫ হেক্টর, জুড়ী উপজেলার হাকালুকি হাওর ও কইরকোনা বিলের ৪৬৫০ হেক্টর জমি তলিয়ে গেছে। এছাড়াও হাকালুকি হাওর পাড়ের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ৯-১০ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।
বিশেষ করে হাকালুকি হাওরপাড়ের কৃষকরা নতুন ধান ঘরে তোলার আশা ছেড়ে দিয়েছেন। ধান কাটার উপযোগী না হওয়া কেউই ঘরে নতুন ধান তুলতে পারেননি।
খোঁজ নিয়ে দেখা গেছে, ওই তিন উপজেলার বেশিরভাগ কৃষক বিভিন্ন ব্যাংক, সমিতি ও ব্যক্তির কাছ থেকে ঋণ এনে জমি চাষাবাদ করেছেন। কিন্তু ধান পানির নিছে তলিয়ে যাওয়া কীভাবে মানুষের ঋণ পরিশোধ করবেন আবার কীভাবে সংসার চালাবেন এনিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তারা।
হাকালুকি হাওর পারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এবছর ফলন ভালো হাওয়ায় কৃষকেরা স্বপ্ন দেখছিলেন বাম্পার ফলন ঘরে তুলবেন। কিন্তু ধান পাকার পূর্বেই হঠাৎ করে টানা ৭-৮ দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চোখের সামইে তাদের স্বপ্ন তলিয়ে যায়। ধানের শীষ বের হওয়ার পর গত বুধবার থেকে ভারি বর্ষণ ও থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়। চৈত্র মাসের অকাল বৃষ্টিতে হাজার হাজার কৃষকের স্বপ্ন বন্যার পানিতে মিশে যায়। ইতোমধ্যে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে হাওরে বন্যার পানি টইটুম্বুর হয়ে হাওরের প্রায় সবটুকুই বোরো ধান তলিয়ে গেছে। কোন কৃষই দীর্ঘ প্রতীক্ষার ফসল ধান ঘরে তুলতে পারেননি। গত দুই বছরই আগাম বন্যায় হাকালুকির বোরো ধান নষ্ট হয়েছিল। পর পর দুই বার বোরো ধান তুলতে না পারায় কৃষকদের মাঝে বিরাজ করছে হাহাকার ও হতাশা। পর পর তিন বছর বোরো ধান সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় হাওর তীরে এবার তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কাকা রয়েছে।
সরেজমিনে হাকালুকির পাড়ের কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল, জাব্বা, কুরবানপুর, শাহাপুর, গৌড়করণ, মুক্তাজিপুর এলাকার ঘুরে দেখা গেছে- থোড় বের হওয়ার পূর্ব অবস্থায় বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ভুকশিমইল গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন সাঈদ, জিয়াউর রহমান মিন্টু, নজরুল ইসলাম জানান, আর মাত্র ১৪-১৫ দিনের মধ্যে ফসল কাটা শুরু হতো। কয়েকদিনের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চোখের সামনেই আমাদের স্বপ্নের সলিল সমাধি হলো।
বড়লেখা উপজেলার হাওরপাড়ের পতুনগর, নিজবাহাদুরপুর, কানকাইড়ছক, দশঘড় এলাকার কৃষক আখলু মিয়া, হাছন আলী, ফরিদ আলী, সুলেমান মিয়া ও আকল মিয়া জানান, হাওর পাড়ের প্রতিটি মানুষই কৃষির উপর নির্ভরশীল। পর পর তিন বছর থেকে আমরা বোরো ধান ঘরে তুলতে পারিনি। সরকার যদি আমাদের দিকে এবছর সুনজর না দেয় তাহলে হাওর তীরে দুর্ভিক্ষ লাগার সম্ভাবনা রয়েছে।
জুড়ী উপজেলার হাকালুকি হাওরপাড়ের শাহাপুর, রাজাপুর, বেলাগাঁও এলাকার কৃষক রমুজ মিয়া, আবিদ মিয়া, মন্তর আলী, পাখি মিয়া বলেন, অনেক কৃষক টাকা সুদ আবার অনেকে ব্যাংক থেকে লোন করে কিংবা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার করে চাষ করেছি। এ বছর ধান পেলাম না এখন কি করে সে ক্ষতি পূরণ করবো সেটা চিন্তা করতে পাচ্ছি না।
এ বিষয়ে হাওর বাঁচাও, কৃষি বাঁচাও ও কৃষি বাঁচাও সংগ্রাম পরিষদের একাধিক ব্যক্তির সাথে আলাপ হলে তারা বলেন, ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারী নদী খনন না করার কারণে হাকালুকি হাওরের পানি নিষ্কাশণ হতে পারে না। যার ফলে দু-একদিনের বৃষ্টির কারণে পুরো হাওরটি তলিয়ে যায়। তাদের দাবি এ অঞ্চলের কৃষকদেরকে বাঁচাতে হলে যতদ্রুত সম্ভব ওই খালটি খনন করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করে দিতে হবে।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকতা মো. কুতুব উদ্দিন বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার বোরো চাষিদের সাথে যোগাযোগ রাখছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার বলেন, পানিতে ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এটি প্রাকৃতিক সমস্যা। এতে কিছু করার নেই।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাবিব জানান, আমরা হাওরপাড়ের এলাকাগুলো পরিদর্শন করেছি। এলাকার সার্বিকচিত্র খুবই ভয়াবহ। ধানতো নাই, ঘূর্ণিঝড়ে মানুষের বাড়িঘর, স্কুল কলেজ ও মাদ্রাসার ক্ষতি হয়েছে ব্যাপক। এখন আবার বন্যায়ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। কৃষি ও পিআইও অফিস মিলিয়ে কুলাউড়া উপজেলায় অকাল বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের কাজ চলছে। চূড়ান্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়ে দেওয়া হবে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান তথ্যটি নিশ্চিত করে বলেন, হাওরগুলোর প্রায় ৯৫% বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকদের ধান ঘরে তোলার সম্ভাবনা এখন আর খুব একটা নেই।