ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন দশম স্থান লাভ করেছেন। মিনহাজ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে দশম হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ২০তম, ছয় পয়েন্ট করে নিয়ে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরেশদ ৩৩তম ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ৪৪তম স্থান লাভ করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ৫ পয়েন্ট নিয়ে ১২৪তম এবং হানিফ মোল্লা সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২৩৬তম স্থান পায়। মঙ্গলবার অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় মিনহাজ ভারতের জয়াকুমারকে, নাসির ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার প্রতুস্যা বোদ্ধাকে পরাজিত করেন। জিয়া ভারতের সঞ্জয়ের সাথে ও রানী হামিদ ভারতের অজয় কৃষ্ণার সাথে ড্র করেন। ভারতের আন্তর্জাতিক মাস্টার বিজয়লক্ষীর কাছে হেরে যান। ৮ পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার অভিজিৎ গুপ্তা চ্যাম্পিয়ন হয়ে স্বর্ন পদক, সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার অর্ঘদীপ দাস রৌপ্য এবং গ্র্যান্ড মাস্টার ললিত বাবু ব্রোঞ্জ পদক লাভ করেন। কমনওয়েলথ দাবার বয়স ভিত্তিক গ্রুপের ওপেন অনুর্ধ্ব-১২ এ তিতাসের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ব্রোঞ্জ পদক পেয়েছেন। ফাহাদ ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পান। ওপেন অনুর্ধ্ব-১০ এ তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে চার পয়েন্ট নিয়ে ১৩তম ও বালিকা অনুর্ধ্ব-১০ এ সুমাইয়া হায়দার তিন পয়েন্ট নিয়ে ১৯তম, এবং অনুর্ধ্ব-১৪ এ আকিব জাওয়াদ সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন।
সংবাদ শিরোনাম
কমনওয়েলথ দাবায় মিনহাজ দশম নিয়াজ ৩৩তম
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০১৫
- ৬৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ