জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের আপলোড করা ছবি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নিজের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানিয়েছেন নাসিরের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারত সিরিজ শেষে বাড়ি ফেরার পথে ছোট বোনের সঙ্গে তোলা ছবি ফেসবুকে দিয়েছিলেন ক্রিকেটার নাসির। কিন্তু সেই ছবির নিচে বাজে মন্তব্য করে কয়েকজন। ক্ষুব্ধ নাসির পরে সেই ছবি মুছে ফেলেন।
এই ঘটনায় ক্ষুদ্ধ মাশরাফি বলেন, নাসিরের পাশে থাকার জন্য, ওই ঘটনার প্রতিবাদ হিসেবে আমি নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিচ্ছি। ফেসবুক পেইজ খুলে যদি এমন তিক্ত অভিজ্ঞতাই হয়, তাহলে এসবের দরকার নেই।
ভারত সিরিজ শেষে বাড়ি ফেরার পথে ছোট বোনের সঙ্গে তোলা ছবি ফেসবুকে দিয়েছিলেন ক্রিকেটার নাসির। কিন্তু সেই ছবির নিচে বাজে মন্তব্য করে কয়েকজন। ক্ষুব্ধ নাসির পরে সেই ছবি মুছে ফেলেন।
এই ঘটনায় ক্ষুদ্ধ মাশরাফি বলেন, নাসিরের পাশে থাকার জন্য, ওই ঘটনার প্রতিবাদ হিসেবে আমি নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিচ্ছি। ফেসবুক পেইজ খুলে যদি এমন তিক্ত অভিজ্ঞতাই হয়, তাহলে এসবের দরকার নেই।