অরিন্দম শীল এই প্রথম যৌথ প্রযোজনার ছবি তৈরিতে হাত দিচ্ছেন। আর সেই ছবিতেই একসঙ্গে বাংলাদেশের চার নায়িকা কাজ করবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা ‘অনুপ্রবেশ’ নিয়ে একই নামে ছবি তৈরি হচ্ছে। বাংলাদেশের বেঙ্গল গ্রুপের সঙ্গে যৌথ প্রযোজনায় এই ছবিটি করবে এপার বাংলার বেঙ্গল সম্ভার। ছবিতে নায়ক হিসেবে থাকবেন আবীর চট্টোপাধ্যায়। আরো থাকবেন রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। তবে সবচেয়ে চমক হলো এই ছবিতে বাংলাদেশের চার নায়িকাকে নেয়া হচ্ছে। এরা হলেন- পরিমনি, নুসরাত ইমরোজ তিশা, কুসুম শিকদার আর অপি করিম। জাকিয়া বারী মমর কথাও ভাবছেন পরিচালক। টলিউড থেকে ঋতাভরী চক্রবর্তীও থাকছেন। অরিন্দম মিডিয়াকে জানিয়েছেন, দু’দেশের যৌথ প্রযোজনায় ছবি দু’দেশের দর্শককে দেখাতে হলে ছবির গল্প-চিত্রনাট্য টান টান হওয়া দরকার। আর ছবিকে বাস্তবসম্মত করে তুলতে হলে অভিনেতা-অভিনেত্রীদের সেই ধরনের চরিত্র দেয়া উচিত যার সঙ্গে তারা ঠিকমতো মিলে যান। তার ছবিতে তাই
মিরপুরের মানুষ সেখানকার ভাষাতেও যেমন কথা বলবে তেমনি কলকাতার মানুষ কলকাতার ভাষায়ই বলবে। অরিন্দম জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই ছবির শুটিং শুরু হবে। কিছু শুটিং হবে কলকাতা ও আশেপাশে, বাকি শুটিং হবে মিরপুর, সাভার, ঢাকার বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই পরিচালক বাংলাদেশের এসব জায়গা ঘুরে এসেছেন। তিনি জানিয়েছেন, ছবিতে অনুপ্রবেশের সমস্যাটিকেও তিনি তুলে ধরবেন।
সংবাদ শিরোনাম
অরিন্দম শীলের ছবিতে বাংলাদেশের চার নায়িকা
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
- ৩০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ