ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) কেলেঙ্কারিতে এবার নাম উঠলো শীর্ষ ক্রিকেটার সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার। আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদির ফাঁস হওয়া একটি চিঠি থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। ভারতীয় মিডিয়ার খবর, চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটারের নামে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন ললিত মোদি। চিঠিতে তিন ক্রিকেটারের নাম উল্লেখ করেননি তিনি। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, ওই তিনজন হলেন সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাাভো। অভিযোগে বলা হচ্ছে, ভারতীয় এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ ঘুষ নিয়েছেন চেন্নাই সুপার কিংসের এই তিন ক্রিকেটার। শুক্রবার শ্যাম স্বামী নামে এক ব্যক্তি টুইটারে ললিত মোদিকে উদ্দেশ করে একটি চিঠি পোস্ট করেন। সেখানেই দেখা যায়, মোদি ২০১৩ সালের জুনে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে একটি ই-মেইল পাঠান। সেখানে মোদি লেখেন, তিনি আইসিসি’র দুর্নীতি দমন ব্যুরোকে কিছু তথ্য জানাতে চান।
ললিত মোদি ম্যাচ পাতানোতে জড়িত ওই আবাসন ব্যবসায়ীর নামও জানান আইসিসিকে। অভিযোগে বলা হয় রায়না-জাদেজা ও ব্রাভো ওই ব্যবসায়ীর কাছ থেকে ২০ কোটি রুপি মূল্যের উপহার নিয়েছেন। এর মধ্যে রয়েছে নগদ অর্থ ও ফ্ল্যাট। ওই চিঠিতে মোদি বলেন, মুম্বইয়ের ওই বড় আবাসন ব্যবসায়ী ও বুকিকে এরই মধ্যে তিনি আইপিএল নিলাম অনুষ্ঠানে নিষিদ্ধ করেছেন। কিন্তু তারপরও চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক ও বিসিসিআই’র সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও আবাসন ব্যবসায়ীর।
সংবাদ শিরোনাম
‘ঘুষখোর‘ তালিকায় রায়না-জাদেজা
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫
- ৬২৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ