প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, বৈঠককালে প্রতিরক্ষা সচিব রাষ্ট্রপতিকে বিশেষভাবে প্রস্তাবিত মিঠামইন ক্যান্টনমেন্টের সর্বশেষ অগ্রগতিসহ সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।
তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
রাষ্ট্রপতি মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ফোর্সেস গোল ২০৩০ এর সঙ্গে সম্পর্কিত সকল উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উন্নয়নের জন্য সরকারের দেয়া এর আগের সব নির্দেশনাসমূহও বাস্তবায়নের জন্যেও তাকে নির্দেশ দেন।