কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ ক্ষমতা আইনে থানা পুলিশের দায়ের করা মামলায় ৪৪ দিন কারাবাসের পর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জলিল আহমেদ (শিল্পি) আজ ১৩ ফেব্রুয়ারী সোমবার সকাল সারে ৭ ঘটিকার সময় ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে. . . .. . . রাজিউন) ।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর । মৃত্যু কালে স্ত্রী, ৩ ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে জান। আজ ১৩ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল মিল্লাত, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মসিউর রহমান, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন খান শাজাহান, বিএনপি নেতা এম হান্নান , মেজর মোহাম্মদ নুরুল ইসলাম (অবঃ), এ্যাডঃ মুহাম্মদ শাহ আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামসুল হক হারিছ , গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুুল হক আবু বাক্কার ও সাবেক সভাপতি রমিজ উদ্দিন ভূইয়া সহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনতা। জানাযা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জলিল আহমেদ এর মরদেহে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানা যায়,নব নির্বাচিত কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসষ্ট্যান্ডে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় কুলিয়ারচর থানার এস আই আবুল হাসেম বাদি হয়ে নবনির্বাচিত জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমকে প্রধান আসামি করে ৪৭ জন বিএনপি নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে । এ মামলায় গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জলিল আহমেদ শিল্পি’র নাম থাকায় গত ২৮ ডিসেম্বর ২০১৬ইং তারিখ তিনি সহ ৩৮ জন নেতাকর্মী কিশোরগঞ্জ আমল গ্রহনকারী আদালত নং -২ এ আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। গত ৬ ফেব্রুয়ারী হাইকোর্টের একটি বে থেকে জামিন লাভের পর গত ১০ ফেব্রুয়ারী শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাকার থেকে শরীফুল আলম সহ ৮২ জন নেতা কর্মীর সাথে জলিল আহমেদ শিল্পি ও মুক্তি লাভ করেন। তিনি বাড়ি আসার পরদিন শনিবার রাতে বিছানায় শায়িত অবস্থায় তার কথা বলা বন্ধ হয়ে যায়। পর দিন রবিবার বিকালে মুমূর্ষ অবস্থায় তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখতে পেয়ে ঐ দিন রাতেই কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স ইনষ্টিটিউট হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সারে ৭ ঘটিকা সময় তিনি না ফেরার দেশে চলে যান।