বাল্যকালের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরলেন কার্লোস তেভেজ। ২০০১ সালে আর্জেন্টিনার এ ক্লাবটির হয়ে সিনিয়র ফুটবল ক্যরিয়ার শুরু করেন তিনি। ২০০৫ সাল সেখান থেকে যোগ দেন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে। সেখানে এক মওসুম খেলার পর আর্জেন্টিনার এ স্ট্রাইকার পাড়ি জমান ইউরোপে। ২০০৬ সালে যোগ দেন ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটে খেলে ২০১৩ সাল থেকে খেলেন ইতালির ক্লাব জুভেন্টাসে। ইউরোপে ১০ বছর কাটানোর পর ে ফের তিনি বাল্যকালের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরলেন। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগের দিন বোকা জুনিয়র্সের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘বিবিসি’। তবে কয় বছর এবং কত টাকায় তার চুক্তি হয়েছে তা জানা যায় নি। জুভেন্টাসের হয়ে গত মওসুমে ২০ গোল করেন তেভেজ। দলকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। তাকে এই মওসুমে দলে ভেড়ানোর জন্য লাইনে ছিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, ইংলিশ ক্লাব লিভারপুল ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জর্মেই (পিএসজি)। তবে শেষ পর্যন্ত তিনি সাবেক ক্লাবেই যোগ দিলেন। তেভেজের শূন্যতা পূরণের জন্য জুভেন্টাস ইতিমধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচকে। ইংল্যান্ডের তিন ক্লাবরে হয়ে তেভেজ ৩টি লীগ শিরোপা ও ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে ২টি লীগ শিরোপা জিতেছেন। বোকা জুনিয়র্সে প্রথম দফায় তিনি ১১০ ম্যাচে ৩৮ গোল করেন। ২০০৩ সালে বোকা জুনিয়র্সকে আর্জেন্টিনার লীগ শিরোপা জেতান। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত টানা তিন বছর দক্ষিণ আমেরিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
সংবাদ শিরোনাম
বোকা জুনিয়র্সে ফিরলেন তেভেজ
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
- ৩৪৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ