ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তারা কখনোই গণতন্ত্র বিরোধী জাতির শত্রুদের চ্যালা হতে পারে না।
শুক্রবার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কার্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে হাট-বাজারের ইজারালব্ধ ৪ শতাংশ অর্থ হতে আর্থিক প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা আসাফ-উদ-দৌলা, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা চান্নামন্ডল উপসি’ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক।
শামসুর রহমান শরীফ বলেন, যার ব্যথা লাগে তার প্রাণ কাঁদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দিয়েছেন, ভবিষ্যতে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ বিরোধী কোনো সরকার ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধারা তাদের সুযোগ- সুবিধা হতে বঞ্চিত হবে। খবর বাসসের।