সুনামগঞ্জে ইজতেমা শুরু

সুনামগঞ্জে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। এবার ইজতেমার আয়োজন করা হয়েছে আব্দুজ জহুর সেতুর অপর পাশে কুতুবপুর মৌজায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর উপজেলার সড়কের পাশের মাঠে।
ইজতেমা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ময়দানে এক সঙ্গে ৮ থেকে ১০ লাখ মুসল্লির থাকার ব্যবস্থা রয়েছে। এখানে দেশ-বিদেশের আলেমগণ বয়ান করবেন।
জেলা তাবলীগ জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসাইন জানান, এ বছর সফলভাবে ইজতেমার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল প্রকার সুবিধা রয়েছে ইজতেমায়। বিশেষ করে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাদের হাসপাতালে নেয়ার জন্য সার্বক্ষিকভাবে থাকবে অ্যাম্বুলেন্স।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ জানান, সুনামগঞ্জ ইজতেমায় ২০টি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। প্রস্তুত রাখা হয়েছে ৫টি অ্যাম্বুলেন্স। তিনি আরো জানান, ইজতেমা প্রাঙ্গণে ৪ শয্যার একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ মো. অর রশীদ জানান, ইজতেমা ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সব সময় নজরদারি রাখতে পুরো ইজতেমা ময়দান জুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর