জেলার ত্রিশালের ধলা গ্রামের মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন (৭৫)মানবেতর জীবনযাপন করছেন। ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ শেষে ১১নং সেক্টরের খাদিমুল বাসার কোম্পানি কমাণ্ডারের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা পালন করলেও আজ অতিকষ্টে সময় পার করছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, বালিপাড়া বাজারের ধান মহলের উত্তরপার্শ্বে স্থানীয় বাতেন নামে এক ব্যক্তির দেওয়া একটি টিনের ঘরে স্ত্রী জয়তুন নেছাকে নিয়ে মানবেতর জীবন করছেন আফাজ উদ্দিন। ছোট্ট টিনের ঘরে চলে রান্না-বান্না ও থাকা-খাওয়া।
জীবন বাজি রেখে দেশ স্বাধীনের এই সৈনিকের কাছে কেমন আছেন জানতে চাইলে বয়সের ভারে স্মরণশক্তি লোপ পাওয়া মুক্তিযোদ্ধা কাঁদতে কাঁদতে বলেন, ‘বাবারে চায়া দ্যাহুইন কিরম আছি।’ সরকার কোনো ধরনের সহযোগিতা করছে কি-না এ প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধা ভাতা পাই।
তিনি আরো জানান, বালিপাড়া ছোট ব্রিজ এলাকায় সরকার ২০১৩ সালে তাকে ২৫ শতাংশ জমি দিয়েছিল বর্তমানে তা প্রভাবশালীদের দখলে। এ ব্যাপারে জেলার মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন বলেন, আফাজ উদ্দিনের জন্য শহরের মুক্তিযোদ্ধা পল্লীতে একখণ্ড জমির ব্যবস্থার জন্য চেষ্টা করা হচ্ছে ।