লাখো কণ্ঠে সুনামগঞ্জ জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। জেলার ২৯৯টি স্থানে এক লাখ ১৪ হাজার ৩২৩টি লাল কার্ড হাতে বাল্যবিবাহমুক্তের এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে ১১টি উপজেলায় পৃথক কর্মসূচিতে লাখো মানুষ বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড দেখিয়ে দেয়। আর এর মধ্য দিয়ে এ জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘গত বছর জানুয়ারিতে ছাতক উপজেলা থেকে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। পরে ১১টি উপজেলায় এই আন্দোলন সম্পন্ন হয়েছে।’