ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিন ফরমেটেই শীর্ষে সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫
  • ৩১৮ বার

ফের তিন ধরনের ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি। তবে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর সাকিব ওয়ানডেতেও এক নম্বর অলরাউন্ডার এখন। সাকিব তিন ওয়ানডেতে ৫২, ৫১* ও ২০ রান করার পাশাপাশি ৩ উইকেট নেন। এতে সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ৪০৮। শ্রীলঙ্কার অলরাউন্ডার তিলকারত্নে দিলশান ৪০৪ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। টেস্টে শীর্ষ তিন অলরাউন্ডার সাকিব, ভারনন ফিল্যান্ডার ও রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট যথাক্রমে ৩৮১, ৩৪১ ও ৩৩৬। আর টি-টোয়েন্টির শীর্ষ তিন অলরাউন্ডার সাকিব, মোহাম্মদ হাফিজ ও শেন ওয়াটসনের পয়েন্ট যথাক্রমে ৪০৮, ৩৪০ ও ৩১৯। বিশ্বকাপের আগে সাকিব তিন ফরমেটের ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের আসন নিজের দখলে নেন। তবে বিশ্বকাপ শেষে সাকিবকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছে যান তিলকারত্নে দিলশান।
সাকিবকে ভয় পাচ্ছিল ভারত
ওয়ানডে ক্যারিয়ারে ব্যাট হাতে সাকিব আল হাসানের সবচেয়ে উজ্জ্বল পরিসংখ্যান ভারতের বিপক্ষেই। ক্যারিয়ারে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে সাত ফিফটি নিয়ে তৃতীয় ওয়ানডেতে ধোনি-রায়নাদের মোকাবিলায় নামেন সাকিব আল হাসান। শীর্ষ আট ক্রিকেট খেলুড়ে দেশের মোকাবিলায় সাকিবের এটি সেরা পরিসংখ্যান। ভারতের বিপক্ষে এবারের সিরিজের শুরুর দুই ওয়ানডেতে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকান এ বাঁ-হাতি ব্যাটসম্যান। আর তৃতীয় ওয়ানডেতে ৩১৮ রানের বিশাল টার্গেটের পেছনে বাংলাদেশের দলীয় ১১৮ রানে চার উইকেট তুলে নিয়েও স্বস্তি ছিল না ভারতীয় শিবিরে। কারণটা ব্যাখ্যা করেন সুরেশ রায়না। তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা পুরস্কারজয়ী সুরেশ রায়না ম্যাচ শেষে বলেন, সাকিব নিয়ে আমরা ভয়ে ছিলাম। আইপিএল খেলার কারণে তিনি আমাদের বোলারদের ধরনটা ভালমতোই জানেন। আমাদের কোন বোলারকে কিভাবে খেলতে হয় এ অভিজ্ঞতা রয়েছে তার। তৃতীয় ওয়ানডেতে অবশ্য অল্পতেই উইকেট দেন সাকিব আল হাসান। অযথা বড় শট হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ২১ বলে ২০ রানে সাকিব উইকেট দেন সুরেশ রায়নাকেই। ম্যাচে ভারতের সবচেয়ে সফল বোলারও রায়না। ৮ ওভারের স্পেলে ৪৫ রানে তিন উইকেট নেন এ অকেশনাল অফ-স্পিনার। পরে রায়না বলেন, ব্যাট হাতে ক্রিজে আমার ভাবনাগুলো মনে রেখে দ্বিতীয় ইনিংসে বল করছিলাম আমি।  ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষ বোলারের যেসব ডেলিভারিতে আমার অসুবিধা হচ্ছিল  আমি তা মনে রেখে বোলিং করে যাচ্ছিলাম। এতে সাফল্য দেখলাম।

শীর্ষ ৫ ওয়ানডে অলরাউন্ডার
খেলোয়াড়    দেশ    পয়েন্ট
সাকিব আল হাসান    বাংলাদেশ    ৪০৮
তিলকারত্নে দিলশান    শ্রীলঙ্কা    ৪০৪
অ্যাঞ্জেলো ম্যাথিউস    শ্রীলঙ্কা    ৩৭৮
জেমস ফকনার    অস্ট্রেলিয়া    ৩৬১
মোহাম্মদ হাফিজ    পাকিস্তান    ৩৪৩

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তিন ফরমেটেই শীর্ষে সাকিব

আপডেট টাইম : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫

ফের তিন ধরনের ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি। তবে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর সাকিব ওয়ানডেতেও এক নম্বর অলরাউন্ডার এখন। সাকিব তিন ওয়ানডেতে ৫২, ৫১* ও ২০ রান করার পাশাপাশি ৩ উইকেট নেন। এতে সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ৪০৮। শ্রীলঙ্কার অলরাউন্ডার তিলকারত্নে দিলশান ৪০৪ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। টেস্টে শীর্ষ তিন অলরাউন্ডার সাকিব, ভারনন ফিল্যান্ডার ও রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট যথাক্রমে ৩৮১, ৩৪১ ও ৩৩৬। আর টি-টোয়েন্টির শীর্ষ তিন অলরাউন্ডার সাকিব, মোহাম্মদ হাফিজ ও শেন ওয়াটসনের পয়েন্ট যথাক্রমে ৪০৮, ৩৪০ ও ৩১৯। বিশ্বকাপের আগে সাকিব তিন ফরমেটের ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের আসন নিজের দখলে নেন। তবে বিশ্বকাপ শেষে সাকিবকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছে যান তিলকারত্নে দিলশান।
সাকিবকে ভয় পাচ্ছিল ভারত
ওয়ানডে ক্যারিয়ারে ব্যাট হাতে সাকিব আল হাসানের সবচেয়ে উজ্জ্বল পরিসংখ্যান ভারতের বিপক্ষেই। ক্যারিয়ারে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে সাত ফিফটি নিয়ে তৃতীয় ওয়ানডেতে ধোনি-রায়নাদের মোকাবিলায় নামেন সাকিব আল হাসান। শীর্ষ আট ক্রিকেট খেলুড়ে দেশের মোকাবিলায় সাকিবের এটি সেরা পরিসংখ্যান। ভারতের বিপক্ষে এবারের সিরিজের শুরুর দুই ওয়ানডেতে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকান এ বাঁ-হাতি ব্যাটসম্যান। আর তৃতীয় ওয়ানডেতে ৩১৮ রানের বিশাল টার্গেটের পেছনে বাংলাদেশের দলীয় ১১৮ রানে চার উইকেট তুলে নিয়েও স্বস্তি ছিল না ভারতীয় শিবিরে। কারণটা ব্যাখ্যা করেন সুরেশ রায়না। তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা পুরস্কারজয়ী সুরেশ রায়না ম্যাচ শেষে বলেন, সাকিব নিয়ে আমরা ভয়ে ছিলাম। আইপিএল খেলার কারণে তিনি আমাদের বোলারদের ধরনটা ভালমতোই জানেন। আমাদের কোন বোলারকে কিভাবে খেলতে হয় এ অভিজ্ঞতা রয়েছে তার। তৃতীয় ওয়ানডেতে অবশ্য অল্পতেই উইকেট দেন সাকিব আল হাসান। অযথা বড় শট হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ২১ বলে ২০ রানে সাকিব উইকেট দেন সুরেশ রায়নাকেই। ম্যাচে ভারতের সবচেয়ে সফল বোলারও রায়না। ৮ ওভারের স্পেলে ৪৫ রানে তিন উইকেট নেন এ অকেশনাল অফ-স্পিনার। পরে রায়না বলেন, ব্যাট হাতে ক্রিজে আমার ভাবনাগুলো মনে রেখে দ্বিতীয় ইনিংসে বল করছিলাম আমি।  ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষ বোলারের যেসব ডেলিভারিতে আমার অসুবিধা হচ্ছিল  আমি তা মনে রেখে বোলিং করে যাচ্ছিলাম। এতে সাফল্য দেখলাম।

শীর্ষ ৫ ওয়ানডে অলরাউন্ডার
খেলোয়াড়    দেশ    পয়েন্ট
সাকিব আল হাসান    বাংলাদেশ    ৪০৮
তিলকারত্নে দিলশান    শ্রীলঙ্কা    ৪০৪
অ্যাঞ্জেলো ম্যাথিউস    শ্রীলঙ্কা    ৩৭৮
জেমস ফকনার    অস্ট্রেলিয়া    ৩৬১
মোহাম্মদ হাফিজ    পাকিস্তান    ৩৪৩