ভারতের উত্তরপ্রদেশের মানুষের সামনে বিজেপি ছাড়া আর কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লখনউয়ের জনসভায় এসেই সোমবার সর্বাগ্রে নরেন্দ্র মোদি ভিড়ের দিকে অঙ্গুলিনির্দেশ করলেন এবং উচ্ছ্বাস প্রকাশ করলেন। খবর এবিপির।
তিনি বলেন, ”এই জনসমুদ্র দেখার পর আর বুঝতে অসুবিধা হয় না, এই রাজ্য কারা জিততে চলেছে।” এর পর প্রধানমন্ত্রী তীব্র কটাক্ষে বিঁধলেন কংগ্রেস, বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টিকে। বিরোধীদের নাম না করে প্রধানমন্ত্রীর মন্তব্য, ”নিজেদের বাঁচাতে গিয়ে এরা উত্তরপ্রদেশকে ভুলে গিয়েছেন।” লখনউয়ে এ দিন যে সমাবেশে তিনি ভাষণ দিয়েছেন, এত বড় জনসমাবেশ তিনি আগে কখনও দেখেননি বলেও মোদি এ দিন দাবি করেছেন।
দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে ১৪ বছর ক্ষমতার বাইরে বিজেপি। কিন্তু ২০১৪
সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্রের ৭৩টিই বিজেপির দখলে গিয়েছে। নোট বাতিলের মতো পদক্ষেপের পরে উত্তরপ্রদেশে মোদির সেই জনপ্রিয়তা কতটা বহাল রয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনেই তা প্রমাণিত হয়ে যাবে। লখনউয়ের জনসভায় মোদি এ দিন ভরপুর আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, ”বিজেপির ১৪ বছরের নির্বাসন শেষ হওয়ার সময় এসে গিয়েছে।
উত্তরপ্রদেশের ময়দানে বিজেপির তিন প্রধান প্রতিপক্ষ কংগ্রেস, বসপা এবং সপার নাম কিন্তু মোদি উচ্চারণ করেননি। কিন্তু খুব স্পষ্ট ইঙ্গিতেই আলাদা আলাদা করে বিঁধেছেন তিন দলকে। কংগ্রেস সম্পর্কে মোদির মন্তব্য, ”একটা দল তো ছেলেকে শীর্ষ পদে বসানোর চেষ্টায় এখনও সফল হল না।” মায়াবতীর বসপা সম্পর্কে মোদির মন্তব্য, ”একটা দল নিজেদের কালো টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ছটফট করছে।” আর সপা’র অভ্যন্তরীণ বিবাদের প্রসঙ্গ টেনে মুলায়ম-অখিলেশকে মোদির খোঁচা, ”একটা দলের নিয়ন্ত্রকরা এখন নিজেদের পরিবার বাঁচাতে ব্যস্ত।” এর পরেই মোদির মন্তব্য, এই অবস্থায় উত্তরপ্রদেশের মানুষের সামনে বিজেপিকে বেছে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
ভারতের প্রধানমন্ত্রী এ দিন লখনউয়ের সমাবেশের আকার নিয়ে বার বার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ”এত বড় জনসমাবেশ আমি কোনও দিন দেখিনি, এমনকী ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনও নয়।” মোদী আরও জানান, এ দিন সকালে তাকে সমাবেশ স্থলের ছবি পাঠানো হয়েছিল। তখনই এত মানুষ সমাবেশ স্থলে পৌঁছে গিয়েছিলেন যে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ”আমার কি দেরি হয়ে গিয়েছেন, সভার সময় হয়ে যায়নি তো?” বিরাট সমাবেশের কাছে মোদির আহ্বান, ”আমাদের একটা সুযোগ দিন এবং দেখুন সব কেমন বদলে যায়।”
০২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস