জোটের অন্যতম শরিক জামায়াত নেতাদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৫ জুন, ০৭ রমজান) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে জামায়াতের আয়োজনে এ ইফতারে যোগ দেন বিএনপি প্রধান।
ইফতার মাহফিলে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ছাড়া শীর্ষ কোনো নেতা উপস্থিত ছিলেন না। তবে ২০দলীয় জোটের প্রায় সব শরিক দলের নেতারা অংশ নেন।
তীব্র যানজটের কারণে খালেদা জিয়া ইফতারের ৩ মিনিট পর হোটেল সোনারগাঁওয়ে উপস্থিত হন। এলডিপির অলি আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্য জোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামা ইসলামের মুফতি আবদুর রব ইউসুফী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামারুজ্জামান খান, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, ডিএল’র সাইফুদ্দিন মনি, ব্রাহ্মণবাড়িয়ার পীর সাহেব মাওলানা আবু তাহের জেহাদী, মাওলানা আবদুর রহমান চৌধুরী, শর্র্ষিনার ছোট পীর শাহ মুহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকীর সঙ্গে এক মঞ্চে ইফতার করেন খালেদা জিয়া।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফটো জানার্লিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, সাংবাদিক সাদেক খান, আল মুজাহিদী, আবদুস শহীদ, ফখরুল আলম কাঞ্চন, কাদের গনি চৌধুরী।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, উপদেষ্টা হায়দার আলী, রুহুল আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আনহ আখতার হোসেন, শিরিন সুলতানা, খোরশেদ আলম মিয়া প্রমুখ।
জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাহাদাত হোসেন সেলিম, হামদু্ল্লাহ আল মেহেদি, গোলাম মোস্তফা ভুঁইয়া, এমএম আমিনুল রহমান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, মঞ্জুর হোসেন ঈসা, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।
এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইফতারে ছিলেন মহানগর নায়েবে আমীর আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, রেদওয়ান উল্লাহ শাহেদী, আবদুর রব, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ, মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, যায়নুল আবেদিন, ঢাকা মহানগরী কর্ম পরিষদের সদস্য মোবারক হোসাইন প্রমুখ নেতারা।