ধনতান্ত্রিক ও ক্ষমতার দাপটযুক্ত সমাজে অর্থ-বিত্ত ও ক্ষমতার শীর্ষপদে থেকেও এসবের মোহকে দুপায়ে ঠেলে নিজেকে যিনি নিয়ে গিয়েছিলেন দেশপ্রেম ও মানুষকে ভালবাসার অসীম উচ্চতায়।
তিনি এতটাই আদর্শিক অনুসারী ছিলেন যে, ব্যক্তির চেয়ে দল ও নিজের জীবনের চেয়েও দলীয় প্রধানমন্ত্রীকে ভালবাসতেন। কবিতা লেখা, গানশুনা, আড্ডাবাজী ও আমরা হয়তো চলে যাব কিন্তু শাকিল ভাই পৃথিবীর বুকে বেঁচে থাকবেন অনন্তকাল।
মহামানবেরা কখনো মরেনা, তারা বেঁচে থাকবেন তাদের লেখায়, তাদের কর্মের মধ্যে। আজ তার শুভ জন্মদিন কিন্তু দিনটি আমাদের জন্য শুভ নয় ওপারে ভাল থাকুন প্রিয় শাকিল ভাই।
লেখক: সহ-সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ