ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হলুদ চাদরে ঢেকে গেছে ময়মনসিংহের মাঠ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৪২৮ বার

ময়মনসিংহে জেলার সর্বত্র এখন মাঠে মাঠে সরিষা ফুল। হলুদ রঙের চাদর বিছানো মৌ মৌ গন্ধে মাতোয়ারা মানুষের পাশাপাশি মৌমাছি আর প্রজাপতির দল।

সরিষা ক্ষেতের ফুল জড়িয়ে পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব আর নিজের তোলা ছবির সেলফিতে লাইক কমান্ডের হিড়িক পড়বে আশায় মোবাইল ফোন নিয়ে ফেসবুক আইডিধারীদের সরিষা ঘন উপস্থিতিতে সরব সরিষা ফুলের মাঠ।

গাঢ় হলুদ রঙের সরিষা ফুলে বসা কীট-পতঙ্গ আর মৌ-মাছির মেলার ছবিও তোলা হচ্ছে মোবাইল ক্যামেরায়। দিগন্ত বিস্তীর্ণ সরিষা ফুলের আভা এখন আর মাঠেই বন্দী নয়। ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের যত মাধ্যম আছে- সেখানে আর টিভির পর্দায়।

উজ্জ্বল হলুদ রঙের সরিষা ফুলের পূর্ণাঙ্গ প্রস্ফুটন শীত আর কুয়াশা উপস্থিতির ঘোষণা দিয়ে বাংলার রূপ বৈচিত্র আর সৌন্দর্যের প্রকাশ তুলে ধরে। লাখ লাখ পুষ্পিত সরিষা গাছ ও ফোটা সরিষা ফুলের চমৎকার দৃশ্য উপভোগের সুযোগ করে দেয় আমাদের।

চোখ সরিষার ফুল দেখে হতবিহ্বল মানুষ কর্মচাঞ্চল্য হারিয়ে স্তম্ভিত হয়ে যান। এমন ঘনত্বের ফুল আর কোথাও দেখা মেলে না। ফুল দেখে বিমোহিত চোখ হলদে আনন্দে মনকে আচ্ছন্ন করে দেয়।

ময়মনসিংহে প্রতি মৌসুমে ২ হাজার ৮শ হেক্টরেরও অধিক জমিতে সরিষা চাষ করা হয়ে থাকে। যা থেকে উৎপাদন হয় ৫ সহস্রাধিক মেট্রিক টন সরিষা। চলতি মৌসুমে সরিষা চাষের আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ সরিষা আবাদের আশা করেছেন কৃষক ও সরকারের কৃষি দপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হলুদ চাদরে ঢেকে গেছে ময়মনসিংহের মাঠ

আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬

ময়মনসিংহে জেলার সর্বত্র এখন মাঠে মাঠে সরিষা ফুল। হলুদ রঙের চাদর বিছানো মৌ মৌ গন্ধে মাতোয়ারা মানুষের পাশাপাশি মৌমাছি আর প্রজাপতির দল।

সরিষা ক্ষেতের ফুল জড়িয়ে পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব আর নিজের তোলা ছবির সেলফিতে লাইক কমান্ডের হিড়িক পড়বে আশায় মোবাইল ফোন নিয়ে ফেসবুক আইডিধারীদের সরিষা ঘন উপস্থিতিতে সরব সরিষা ফুলের মাঠ।

গাঢ় হলুদ রঙের সরিষা ফুলে বসা কীট-পতঙ্গ আর মৌ-মাছির মেলার ছবিও তোলা হচ্ছে মোবাইল ক্যামেরায়। দিগন্ত বিস্তীর্ণ সরিষা ফুলের আভা এখন আর মাঠেই বন্দী নয়। ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের যত মাধ্যম আছে- সেখানে আর টিভির পর্দায়।

উজ্জ্বল হলুদ রঙের সরিষা ফুলের পূর্ণাঙ্গ প্রস্ফুটন শীত আর কুয়াশা উপস্থিতির ঘোষণা দিয়ে বাংলার রূপ বৈচিত্র আর সৌন্দর্যের প্রকাশ তুলে ধরে। লাখ লাখ পুষ্পিত সরিষা গাছ ও ফোটা সরিষা ফুলের চমৎকার দৃশ্য উপভোগের সুযোগ করে দেয় আমাদের।

চোখ সরিষার ফুল দেখে হতবিহ্বল মানুষ কর্মচাঞ্চল্য হারিয়ে স্তম্ভিত হয়ে যান। এমন ঘনত্বের ফুল আর কোথাও দেখা মেলে না। ফুল দেখে বিমোহিত চোখ হলদে আনন্দে মনকে আচ্ছন্ন করে দেয়।

ময়মনসিংহে প্রতি মৌসুমে ২ হাজার ৮শ হেক্টরেরও অধিক জমিতে সরিষা চাষ করা হয়ে থাকে। যা থেকে উৎপাদন হয় ৫ সহস্রাধিক মেট্রিক টন সরিষা। চলতি মৌসুমে সরিষা চাষের আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ সরিষা আবাদের আশা করেছেন কৃষক ও সরকারের কৃষি দপ্তর।