বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকালের দিকে তিনি মুক্তি পান।
বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পুলিশ তাকে ঘিরে রেখেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাড্ডা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ফালুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১৮ জুন বৃহস্পতিবার বিচারপতি নুরুজ্জামান নবী ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর ফলে ফালুর মুক্তি পেতে আর কোনো বাধা থাকে না।