নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন মুশফিকরা। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১৫ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। এ কারণেই সরাসরি নিউজিল্যান্ড না গিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
আজ রাত সোয়া ১০টায় সিঙ্গপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে মুশফিকের নেতৃত্বে ১২ সদস্যের দল। প্রাথমিক দলে থাকা ২২ ক্রিকেটারের মধ্যে বাকিরা বিপিএলের ফাইনাল শেষে শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন।
আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন যারা: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, রুবেল হোসেন ও এবাদত হোসেন।
বিপিএলের ফাইনাল শেষে যাবেন: সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্জা, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন, নূরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তানভির হায়দার ও মোসাদ্দেক হোসেন সৈকত।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে এক মাস সফরে বাংলাদেশ দল তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে।