ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বাড়ছে তিন গুণ

ষতিপূরণের অংক তিনগুণ রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। এর নাম রাখা হয়েছে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন-২০১৬। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনটি অনুমোদন দেয়া হয়েছে।

১৯৮২ সালের অর্ডিনেন্স দিয়ে চলতো এই আইনটি। অর্ডিনেন্সটি পরিবর্তন করে এটিকে বাংলায় আইন করা হলো।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ভুইয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘নতুন আইনের ফলে ক্ষতিপূরণ বাড়ছে তিনগুণ।’

সচিব জানান আইনে ‘পাবলিক পারপাস’ ও ‘পাবলিক ইনটারেস্ট’ বলতে নির্দিষ্ট করে কী বোঝানো হয়েছে তার জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি পরীক্ষা নিরীক্ষা করে এটি চূড়ান্ত করবে। এরপর চূড়ান্ত হবে আইনটি। এই কমিটিতে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবকে রাখা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্থাবর সম্পতি অধিগ্রহণ ও হুকুমদখল আইনটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ায় এটিকে নিয়ে সাবধানে সিদ্ধান্ত নিতে চায় সরকার। এজন্যই আইনমন্ত্রীকে এ দায়িত্ব দেয়া হযেছে।’

এছাড়া আজকের মন্ত্রিসভায় পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬ কে আইন আকারে জারিকরণের বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এণ্ড সার্জনস আইন-২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর