আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহিলাপ্রীতির কথা কারও অজানা নয়। তবে তার স্বপ্নসুন্দরী যে ব্রিটেনের প্রয়াত যুবরানি ডায়না, সেটা কজন জানতেন? নিজের বই ‘দ্য আর্ট অফ কামিং ব্যাক’-এ একথা নিজেই জানিয়েছেন ট্রাম্প।
১৯৯৫ সালে ম্যানহাটনে একটি চ্যারিটি ডিনারে ডায়নার সঙ্গে আলাপ হয়েছিল
ট্রাম্পের। দেখা মাত্র ডায়নার প্রেমে পড়ে যান ট্রাম্প। বইতে তিনি লিখেছেন, ‘অপূর্ব সুন্দরী। ঘরে ঢোকা মাত্রাই সকলের চোখ ওর দিকে চলে গেছিল। ডায়নার সঙ্গে আলাপ করে আমি ওর সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার অনুরোধ করি। এক মুহূর্তে বুঝে গেছিলাম, এ-ই আমার স্বপ্নসুন্দরী।’
কিন্তু ডায়না সম্ভবত ট্রাম্পের চরিত্রের ‘সুখ্যাতি’ সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি ট্রাম্পকে তার স্ত্রীকে ডেকে নিতে অনুরোধ করেন তিনি। পরে একাধিকবার ডায়নার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। উপহার পাঠিয়েছিলেন। ফুলের তোড়াও পাঠিয়ে ছিলেন। তবে বিশেষ সুবিধা করতে পারেননি। কারণ ডায়না ততদিনে ডোডি আল ফায়েদের সঙ্গে প্রেমে জড়িয়েছেন।