সন্ত্রাসী হামলার ঝুঁকি থাকায় ইউরোপ ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ছুটির দিনগুলোতে ওই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর। । ইউরোপ ভ্রমণের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, ছুটির দিনের উৎসবে, ইভেন্টে ও খোলা বাজারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত।
বিবৃতিতে আরো বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও তাদের অনুসারীরা ইউরোপজুড়ে হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।